বুন্দেসলিগার শীর্ষে ডার্ক হর্স মাইন্স
১৯ সেপ্টেম্বর ২০১০শনিবার মিডফিল্ডার মার্সেল রিসে প্রথম গোলটি করেন ৫৩ মিনিটে৷ এরপর মাইন্সের জয় নিশ্চিত করেন টিনএজ স্ট্রাইকার আন্দ্রে শ্যুর্লে ৬১ মিনিটে৷ এই জয়ের ফলে মাইন্স তাদের প্রথম চারটি খেলার প্রত্যেকটিতেই জয় পেল৷ ফলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানটি দখল করল মাইন্স৷ কোচ থমাস টুশেল বলেন, ব্রেমেনে জয় পাওয়ার জন্য তাঁর দল বেশ আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে৷ তিনি আরো বলেন, ‘‘আমরা আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিরক্ষা চেয়েছিলাম এবং ভের্ডা ব্রেমেনকে ঠিক খেলায় ঢুকতে দিতে চাইনি৷ আমরা তা বেশ ভালোভাবেই করতে সক্ষম হয়েছি৷''
এদিকে, কাইজার্সলাউটার্নের সাথে ২-২ গোলে ড্র করে তালিকার দ্বিতীয় স্থানে হফেনহাইম৷ হফেনহাইমের পক্ষে প্রথম গোল করেন লুই গুসতাভো ৩৯ মিনিটে৷ কিন্তু ৭ মিনিট পরই গোল শোধ করে দেন এরউইন হফার৷ শুধু তাই নয়, ৭৫ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে দলকে এগিয়ে নেন হফার৷ তবে, হফেনহাইমের পরাজয় রুখে দেন আইসল্যান্ড মিডফিল্ডার জিলফি থর সিগার্সন৷ শনিবার দ্বিতীয়বারের মতো হফেনহাইমের পক্ষে মাঠে নামেন তিনি৷ বদলি খেলোয়াড় হিসেবে ৭৭ মিনিটে মাঠে আসেন সিগার্সন৷ আর প্রথম বল পেয়েই পাঠালেন সোজা গোলে৷ ফলে তাদের ঝুলিতে এখন ১০ পয়েন্ট৷ ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কাইজার্সলাউটার্ন৷
এছাড়া টানা তিন ম্যাচ হারার পর শনিবার খেলা দেখালো স্টুটগার্ট৷ বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখের বিরুদ্ধে সাত-সাতটি গোল করে ঘুরে দাঁড়ালো তারা৷ হ্যাট্রিক করলেন রুশ স্ট্রাইকার পাভেল পগ্রেবনিয়াক৷ অপর চারটি গোল আসে গেয়র্গ নিডারমায়ার, স্রাভকো কুচমানোভিচ, ম্যাথিউ ডেলপিয়েরে এবং সিপ্রিয়ান মারিসার পা থেকে৷ দিনের অপর খেলায়, হানোফারকে ২-০ গোলে হারিয়েছে ভোল্ফসবুর্গ৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: জাহিদুল হক