1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা শুরু হচ্ছে এই শুক্রবার

৪ আগস্ট ২০১১

প্রতিবারই ধরে নেওয়া হয়, এ’ মরশুমে বায়ার্ন মিউনিখ’ই চ্যাম্পিয়ন হবে৷ কিন্তু গতবার তা হয়নি৷ এবারও বায়ার্ন, ডর্টমুন্ড, লেভারকুজেনের ত্রিমুখী প্রতিযোগিতা প্রত্যাশা করছেন সমঝদাররা৷

https://p.dw.com/p/12B0t
Bundesliga Vorhersagen der Woche LOGO Montage-Grafik DW/fotolia/Florian Meyer
ছবি: DW/fotolia

কোচ ইয়ুর্গেন ক্লপ নিজেই এমন এক ব্যক্তিত্ব যে গত মরশুমে ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেকে তাঁর অবদানটাকেই বড় করে দেখছেন৷ ফ্যানরাও যেন ধরেই নিয়েছে, ডর্টমুন্ড এবারেও চ্যাম্পিয়ন হবে৷ কিন্তু ক্লপ স্বয়ং ওরকম হামবড়াই'এর পথে যেতে রাজি নন৷ শুক্রবার সন্ধ্যায় খেলা হামবুর্গের বিরুদ্ধে, ডর্টমুন্ড স্টেডিয়ামে৷ মাঠের ৮০ হাজার ৭২০টি আসনের সব কটি টিকিটই বিক্রি হয়ে গেছে৷ অথচ ক্লপ'কে দেখতে হল, তাঁর টপ স্ট্রাইকার লুকাস বারিওস'কে থাই'এর চোট নিয়ে এবার পাঁচ থেকে ছ'সপ্তাহ বেঞ্চে বসতে হবে৷ কিছু করার নেই৷ প্যারাগুয়ের জাতীয় খেলোয়াড় বারিওস কোপা আমেরিকার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছেন৷

গতবারের ভাইস চ্যাম্পিয়ন লেভারকুজেনের বিপদ, তাদের গোলরক্ষক - এবং জার্মান জাতীয় দলের গোলরক্ষক - রেনে আডলার অক্টোবরের আগে মাঠে ফিরছেন না৷ আডলারের গত জুন মাসে হাঁটুতে অস্ত্রোপচার হয়৷ ওদিকে জার্মান কাপের প্রথম রাউন্ডে সদ্য সেকেন্ড ডিভিশনে ওঠা ডায়নামো ড্রেসডেনের কাছে ৩-৪ গোলের ধ্যাতানি খাবার পর লেভারকুজেনের নতুন ট্রেনার রবিন ডুট নাকি ট্রান্সফার বাজারের দিকেও নজর রাখছেন৷ রবিন ডুট বলতে রবিন দত্ত, ওনার বাবা বাঙালি৷ রবিবার মাইঞ্জের বিরুদ্ধে লেভারকুজেনের প্রথম খেলা৷

Bayern's Luiz Gustavo (V) and Barcelona's Keita vie for a header during the Audi Cup final soccer match between FC Bayern Munich and FC Barcelona at the Allianz-Arena in Munich, Germany 27 July 2011. Photo: Marc Mueller dpa/lby
ছবি: picture alliance / dpa

আসা যাক বায়ার্নের কথায়৷ বুন্ডেসলিগায় বায়ার্নের আধিপত্য তো আজকের নয়৷ অথচ গত মরশুমটা একেবারে জলে যাবার পর ওলন্দাজ কোচ লুই ফ্যান গাল'কে বিদায় নিতে হয়েছে৷ তাঁর জায়গায় এসেছেন পুরনো - এবং প্রবীণ এক বায়ার্ন কোচ, ইয়ুপ হাইনকেস৷ তাঁর প্রাণে আশা জাগতে পারে এই কারণে যে, বায়ার্নদের ‘রবারি', মানে রবেন আর রিবেরি, অর্থাৎ ওলন্দাজ ফরোয়ার্ড আরিয়েন রবেন এবং ফরাসি প্লেমেকার ফ্রঙ্ক রিবেরি, দু'জনেই নাকি রবিবার বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখের বিরুদ্ধে খেলায় নামতে পারবে৷

বাকি খবর, ব্রেমেনের ক্যাপ্টেন পের মের্টেসাকার ১২ সপ্তাহ চোটের বিরতির পর দাপটে মাঠে ফিরেছেন প্রিমিয়ার লিগের এফসি এভার্টনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে৷ প্রায় দু'মিটার লম্বা এই ডিফেন্ডারটিকে বাদ দিয়ে জাতীয় কোচ ইওয়াখিম লোয়েভেরও কাজ চলে না৷ ফ্যানরাও খুশি, কেননা জার্মান কাপে ব্রেমেন সদ্য হেরেছে থার্ড ডিভিশনের হাইডেনহাইমের কাছে৷ হামবুর্গও তাদের শেষ ‘টেস্ট' ম্যাচে হেরেছে, তবে সেটা স্পেনের ভ্যালেন্সিয়ার কাছে, যা'তে লজ্জার কিছু নেই৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য