1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: মের্টেসাকারের হেডে ব্রেমেন শীর্ষেই থাকল

২৯ নভেম্বর ২০০৯

শনিবার নিজেদের মাঠে গতবারের চ্যাম্পিয়ন ভোলফসবুর্গের সঙ্গে খেলতে নেমে ২-২ ড্র করল ব্রেমেন৷ এবং তারা যে গত ২০টি ম্যাচে হারেনি, সেই সিরিজটাও বজায় রাখতে পারল৷ আজ লেভারকুজেন ব্রেমেনকে পয়েন্টের তালিকায় আসনচ্যুত করতে পারে৷

https://p.dw.com/p/KkEE
মের্টেসাকারের সেই হেড করে গোলছবি: AP

মাঝের বিরতির মাত্র তিন মিনিট আগে বসনিয়ার গোলশিকারী এডিন জেকো ভোলফসবুর্গের হয়ে গোলটি করে৷ এক ঘন্টার মাথায় ব্রেমেনের পোর্তুগিজ স্টার ইউগো আলমেইদা সে গোলটি পরিশোধ করে বটে, কিন্তু খেলার রেগুলার টাইমের আর পাঁচ মিনিট বাকি থাকতে জেকো যখন তার দ্বিতীয় গোলটি করে, তখন মোটামুটি ধরেই নেওয়া হয়, ভোলফসবুর্গ জিততে চলেছে৷ এখানেই আসে এক্সট্রা টাইমে ব্রেমেনের মেসুত ওয়জিলের ডান দিক থেকে করা কর্নার এবং জার্মানির জাতীয় খেলোয়াড় পের মের্টেসাকারের সকলের মাথা ছাড়িয়ে উঠে হেড করার কেরামতি৷ ‘‘এই ইকোয়োলাইজার থেকে বোঝা যায় গত মরশুমের সঙ্গে তফাৎ,’’ বলেছে মের্টেসাকার৷ ‘‘এখন আমাদের লড়ে এ’ধরণের রেজাল্ট করার মতো আত্মবিশ্বাস আছে৷’’ - বায়ার লেভারকুজেন আজ রবিবার স্টুটগার্টের বিরুদ্ধে না হারলেই পয়েন্টের তালিকার শীর্ষে যাবে, কেননা তাদের ভের্ডার ব্রেমেনের মতোই ২৭ পয়েন্ট৷

বাকিরা

ওদিকে শালকে মোয়েনশেনগ্লাডবাখকে ১-০ গোলে হারার কথা কল্পনাও করতে পারেনি: এটা ছিল গত মে মাস যাবৎ তাদের বাইরে প্রথম পরাজয়৷ তবুও কোচ ফেলিক্স মাগাথের শালকে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে৷ হামবুর্গ স্বমাঠে মাইঞ্জের বিরুদ্ধে ১-১ ড্র করেছে, যদিও তারা আপাতত চতুর্থ, এবং পঞ্চম হফেনহাইমের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে৷ আর হের্থা বার্লিন নিজেদের মাঠে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে ৩-১ গোলে হেরেছে৷ ও’তে কারোরই আশ্চর্য হবার কথা নয়: হের্থা এবার সাঁ সাঁ করে রেলিগেশনের দিকে এগোচ্ছে, ১৩টা খেলার মধ্যে এই নিয়ে ১১টায় হেরেছে৷

বাকি থাকে কোচ লুই ফ্যান গালের বায়ার্নের কথা৷ আজ রবিবার তারা যাচ্ছে হ্যানোভারে, সেও মাঝারি গোছের টিম৷ কিন্তু বায়ার্নকে জিততেই হবে৷ না জিতলে তালিকার শীর্ষদের আর পুচ্ছ ধরার কোনো আশা নেই৷ ওদিকে ফ্রাঙ্ক রিবেরি এবং আরিয়েন রবেন আহত৷ তবে ও’ অজুহাতে এবার নতুন প্রেসিডেন্ট উলি হোয়েনেসকে শান্ত করা যাবে তো?

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই