1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: বায়ার্নকে চমকে দিয়ে হফেনহাইমকে টপকালো হের্থা

অরুণ শঙ্কর চৌধুরী১৪ ফেব্রুয়ারি ২০০৯

এ সপ্তাহান্তে বুন্ডেসলিগায় ওলটপালট এবং তোলপাড়! তালিকার শীর্ষে হফেনহাইম নয়, বায়ার্ন মিউনিখ নয়, হের্থা বার্লিন৷

https://p.dw.com/p/GuMc
হের্থার হিরো আন্দ্রেই ভরোনিনছবি: DW

উক্রেইনের ফরোয়ার্ড আন্দ্রেই ভরোনিন ৩৮ এবং ৭৭ মিনিটের মাথায় দু’দুটি গোল করে বায়ার্নকে নস্যাৎ করে দিল, মাঝে মিরোস্লাভ ক্লোজের একটা গোল থাকা সত্ত্বেও৷

ওদিকে শুক্রবার বায়ার লেভারকুজেন হফেনহাইমকে ঠিক ঐরকমই একটা বিষম ধাক্কা দিয়েছে, হফেনহাইমকে তাদের নিজেদের আনকোরা নতুন স্টেডিয়ামে এই মরশুমে ‘‘স্বগৃহে’’ প্রথম পরাজয়ের স্বাদ উপহার দিয়ে৷

স্নেক-এ্যান্ড-ল্যাডার

কাজেই পয়েন্টের তালিকায় পরিস্থিতি এখন এই রকম, যে হের্থা ৪০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে; হফেনহাইম ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়; বায়ার্ন ৩৮ পয়েন্টে তৃতীয়৷ তার পরেই আসছে লেভারকুজেন এবং হামবুর্গ, যাদের দু’দলেরই ৩৬ পয়েন্ট৷ অবশ্য এই রবিবার হামবুর্গের খেলা অপেক্ষাকৃত দুর্বল আর্মিনিয়া বিলেফেল্ডের বিরুদ্ধে৷

বাকিটা একেবারেই লুডো

শনিবার ভোলফসবুর্গ ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে ২-০ গোলে, বাইরের ম্যাচে; হ্যানোভার আর স্টুটগার্ট ৩-৩ ড্র করেছে; শালকে বোখুমে হেরেছে ২-১ গোলে; ভের্ডার ব্রেমেন বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখের সঙ্গে ১-১ ড্র করে মান খুইয়েছে; আর কোলোন এবং কার্লসরুহের তো সেই ফুটবলের নিকৃষ্টতম ফলাফল: ০-০৷