বুন্ডেসলিগা: দু’বার গোল করলেন ভোল্ফসবুর্গের গ্রাফিৎ
২৭ সেপ্টেম্বর ২০১০সে তর্কে যাবার আগে বলে নেওয়া যাক, রবিবারের এই খেলাটিতে ভোল্ফসবুর্গ জেতে ২-১ গোলে৷ এবং ফ্রাইবুর্গের আসল দুঃখ হল এই যে, তাদের ফরোয়ার্ড, বর্তমানে বুন্ডেসলিগার টপ স্কোরার পাপিস ডেম্বা সিসে বিপক্ষের নেট সম্পূর্ণ খালি পেয়েও বলটাকে অন্যত্র পাঠিয়েছে৷
ভোল্ফসবুর্গ এবারের সীজন শুরু করে ইংল্যান্ডের প্রাক্তন কোচ স্টিভ ম্যাকক্লারেনের তাঁবে - এবং প্রথম তিনটি খেলাতেই হারে৷ কিন্তু তিনটি হারের পরে পর পর তিনটি জিত দেখে মনে হচ্ছে, ভোল্ফসবুর্গ আবার উঠে দাঁড়াতে শুরু করেছে৷
যাই হোক, গ্রাফিৎ তার দ্বিতীয় গোলটি করে দলের আরেক ব্রাজিলিয়ান দিয়েগো'র করা একটি ফ্রিকিক থেকে৷ ফ্রাইবুর্গের কোচ রবিন ডুট - আসলে রবিন ডাট, মানে দত্ত, হ্যাঁ, শুনেছি এঁর বাবা বাঙালী - রবিন ডুট বলেছেন, ফাউলটা হয়েছিল টাচলাইনে, কিন্তু ফ্রিকিক নেওয়া হয় পিচের পাঁচ মিটার ভেতর থেকে৷ তবে তাঁর দলও তো গ্রাফিৎ'কে বিনা বাধায় হেড করতে দিয়েছে৷ তাই দোষটা তাঁর দলেরও, স্বীকার করেন রবিন ডুট৷
বুন্ডেসলিগা সপ্তাহান্তের শেষ খেলাটিতে হ্যানেভার ৯৬ হারায় কাইজার্সলাউটের্ন'কে ১-০ গোলে৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম