বুন্ডেসলিগা জমে উঠেছে
১ মার্চ ২০০৯অবশ্য হের্থার খেলা ছিল তালিকার একেবারে নীচে আটকে পড়া মোয়েনশেনগ্লাডবাখের সঙ্গে৷ তবুও তাদের হারাতে হের্থাকে বেশ বেগ পেতে হয়েছে, এমনকি খেলা ড্র-ও হতে পারতো - হের্থার কোচ লুসিয়াঁ ফাভরে স্বয়ং এ-কথা স্বীকার করেছেন৷ বিশেষ করে হের্থা যখন দু’গোলে এগিয়ে থেকেও শেষ দিকে একটি গোল খায়৷ যাই হোক, এই জিত মানে আরো তিন পয়েন্ট, এবং তালিকার শীর্ষে ৪৩ পয়েন্ট নিয়ে এখন হের্থা; দ্বিতীয় স্থানে ৪২ পয়েন্ট নিয়ে হামবুর্গ৷ আরো বড় কথা, হের্থার এই নিয়ে নিজের মাঠে একটানা নবম জয়৷ তা’তে আত্মবিশ্বাস বাড়ে বৈকি৷ ওদিকে বেচারা মোয়েনশেনগ্লাডবাখ তাদের সাকুল্যে ১৬টি পয়েন্ট নিয়ে লিগার টেইল-লাইট’ই রয়ে গেল৷
হফেনহাইমের ব্যাপারটা কি?
তথাকথিত ‘‘হৈমন্তী চ্যাম্পিয়ন’’ হয়ে যে ১৮৯৯ হফেনহাইম নতুন বছরে পা দিয়েছে, তারা তো দেখা যাচ্ছে এবার কিছুটা ব্যাকফায়ার করতে শুরু করেছে৷ শনিবার বোরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে গোললেস ড্র৷ তবে ডর্টমুন্ডের মাঠে প্রায় ৮০,০০০ দর্শক একটা জমাটি খেলা দেখেছেন বটে৷ ডর্টমুন্ডের সেবাস্টিয়ান কেল হফেনহাইমের টোবিয়াস ভাইসের সঙ্গে ধাক্কাধাক্কির পর হলুদ-লাল কার্ড দেখে বিদায় নেন৷ ওদিকে ভাইসকেও লাল কার্ড দেখতে হয়৷ তবুও, হফেনহাইমের পৃষ্ঠপোষক কোটিপতি ডিটমার হপের আপাততঃ গোঁসা করার কোনো কারণ নেই, কেননা হফেনহাইম ৪১ পয়েন্ট নিয়ে এখনও তালিকায় তৃতীয়৷
বায়ার লেভারকুজেনের হোঁচট, শালকের শাপমুক্তি
শনিবার লেভারকুজেন হারল হ্যানোভার ৯৬-এর কাছে ০-১ গোলে - যা কিনা অভাবনীয়৷ হ্যানোভারের কোচ ডিটার হেকিং অবশ্য বলছেন, যে সুযোগ নষ্ট না করলে দু’গোলেও জেতা যেতো৷ হ্যানোভারে হেরে লেভারকুজেনকে আপাততঃ ৩৬ পয়েন্ট এবং তালিকায় ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে৷ পঞ্চম স্থানে রয়েছে ভোলফসবুর্গ, তাদেরও ৩৬ পয়েন্ট৷ চতুর্থ স্থানে রয়েছে বুন্ডেসলিগার সবচেয়ে নামী-দামী দল: বায়ার্ন মিউনিখ, তাদের ৩৮ পয়েন্ট৷
হচ্ছিল শালকের কথা৷ বুন্ডেসলিগার খুব কম ক্লাবের ফ্যানরাই তাদের ক্লাবকে এমন প্রাণ দিয়ে ভালোবাসে৷ সেই শালকের সম্প্রতি বাইরে, অর্থাৎ অন্যের মাঠে খেলতে গেলেই আতান্তর হচ্ছিল৷ শালকে এবার সেই তুকটা কাটিয়ে উঠে ফ্রাঙ্কফুর্টে ২-১ গোলে জিতেছে৷ তা’ও আবার শেষ মুহুর্ত্তের গোলে৷ কাজেই কোচ ফ্রেড রুটেন দলের মনের জোর দেখে খুশী এবং শালকে ৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে৷
পয়েন্টের তালিকার তলার দিকের ডুয়েলগুলো হল বস্তুতঃ রেলিগেশনের জুজুর বিরুদ্ধে৷ বোখুম শনিবার এনার্গি কটবুসকে ৩-২ গোলে হারিয়ে অন্ততঃ ঐ অভিশপ্ত ১৬, ১৭ এবং ১৮ নম্বরের ঘরগুলো থেকে বেরিয়েছে৷
আজ রবিবার ভোলফসবুর্গ খেলতে যাবে স্টুটগার্টে৷ তবে অন্য খেলাটাও রোমহর্ষক: দক্ষিণের বায়ার্ন মিউনিখ যাচ্ছে উত্তরের ভের্ডার ব্রেমেনের সঙ্গে খেলতে৷ পয়েন্ট এক কথা, কিন্তু প্রেস্টিজই বা কম কিসে?