বুন্ডেসলিগা এবং আইপিএল, দু’টোই চূড়ান্ত পর্যায়ে
১৯ এপ্রিল ২০১০কোথায় বায়ার্ন মিউনিখ আর কোথায় হের্থা বার্লিন! এরা পয়েন্টের তালিকার শীর্ষে, তো ওরা সেই তালিকার তলানি৷ কিন্তু হের্থা এখনও আশা ছাড়তে রাজি নয়৷ রেলিগেশন প্লে-অফ থেকে তারা যে মাত্র পাঁচ পয়েন্ট দূরে৷ মুশকিল এই যে, পরের তিনটি খেলা শালকে, বায়ার লেভারকুজেন এবং বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে৷ এ' যেন যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যে হয়৷ তার ওপর রবিবার ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে খেলতে গিয়ে হের্থা দু'দু'বার এগিয়ে থেকেও শেষমেষ ড্র করল, ২-২-তে৷ ও'ভাবে রেলিগেশন থেকে বাঁচা যায় না৷ - সেদিক দিয়ে ডর্টমুন্ড'ও রোববার খামোখা দু'টো পয়েন্ট এবং পয়েন্টের তালিকায় তৃতীয় স্থানে যাবার সুযোগটি নষ্ট করল৷ এবং তা'ও আবার ম্যাটস হুমেল্স-এর সেমসাইড গোলে, ৮৯ মিনিটের মাথায়৷ কাজেই হফেনহাইম'কে ১-১ গোলের ড্র'টা এবার ডর্টমুন্ডই উপহার দিল৷
সুপার কিং ধোনি
ভারতের ধরমশালায় চেন্নাই সুপার কিংস-দের হয়ে ঝলসে উঠলেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি: ২৯টি বলে অপরাজিত ৫৪ রান করে দু'টি মাত্র বল বাকি থাকতে নিজের দল চেন্নাই'কে আইপিএল-এর সেমিফাইনালে পৌঁছিয়ে দিলেন৷ অথচ সুপার কিংস'রা কিংস ইলেভেন পাঞ্জাবের ১৯২ রানের টোটাল ধাওয়া করছিল৷ ধরমশালার এই ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স-দের সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় অন্তর্হিত৷ কিন্তু মান বলে একটা কথা আছে তো৷ তাই সৌরভ গাঙ্গুলীর দল আজ সোমবার ঐ কলকাতাতেই তাদের চূড়ান্ত ম্যাচ খেলবে তালিকার সেরা মুম্বই ইন্ডিয়ান্স-দের বিরুদ্ধে৷ অপরদিকে সেমিফাইনালের শেষ জায়গাটি নির্ধারিত হবে নতুন দিল্লীতে ডেলহি ডেয়ারডেভিলস এবং ডেকান চার্জারস-দের মধ্যে খেলায়৷
প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আরাফাতুল ইসলাম