1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: ইউপ হাইনকেস এবং ফেলিক্স মাগাথ, দুই কোচেরই মুখরক্ষা

অরুণ শঙ্কর চৌধুরী৩ মে ২০০৯

বুন্ডেসলিগার চলতি মরশুমের যাকে বলে কিনা লাস্ট লেগ৷ ইয়ুর্গেন ক্লিন্সমান অকালে বিদায় হবার পর প্রায় অবসরজীবন থেকে ফিরে এসে বায়ার্নের দায়িত্ব নিয়েছেন ইউপ হাইনকেস৷ আর ভোলফসবুর্গের ফেলিক্স মাগাথ?

https://p.dw.com/p/HipE
জেকোর হ্যাটট্রিকের একটি গোলছবি: AP

হাইনকেস যেমন এককালে বায়ার্নের কোচ ছিলেন, তেমনই ছিলেন গতকাল ক্লিন্সমান পরবর্ত্তী যুগে বায়ার্নের প্রথম প্রতিদ্বন্দ্বী মোয়েনশেনগ্লাডবাখের সাম্প্রতিক কোচ৷ প্রথমটিতে সফল, দ্বিতীয়টিতে অসফল৷ বায়ার্ন ম্যানেজার উলি হোয়েনেসের বন্ধুত্বের খাতিরে ৬৩ বছর বয়সী হাইনকেস মরশুমের ঠিক শেষ পাঁচটি খেলার জন্য বায়ার্নের দায়িত্ব নিলেন: কাজ হবে, পাঁচটি খেলাতেই বায়ার্নকে জেতানো৷ শেষ মুহুর্ত্তে বিশেষ কোনো নতুন স্ট্র্যাটেজি কি রদবদল করার কোনো সুযোগ নেই৷ তবুও, লুকাস পোডোলস্কিকে লুকা টোনির পাশে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে প্রথম থেকেই খেলালেন৷ সবচেয়ে বড় কথা: দেখা গেল বায়ার্নের লড়াকু মনোবৃত্তি, জান লড়িয়ে খেলার অভ্যেসটা অন্ততঃ কিছুটা ফিরে এসেছে৷ বোরুসিয়া মোয়েনশেন গ্লাডবাখের বিরুদ্ধে ২-১ গোলের জয়ে গোল দু’টি করে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার এবং হামিট আল্টিনটপ৷ কিন্তু সেটা বড় কথা নয়৷ বড় কথা হল, পেনালটিতে মোয়েনশেনগ্লাডবাখের ইকোয়ালাইজারের পরেও বায়ার্ন এ্যাতোটুকু চাপ কমায়নি এবং যথাসময়ে তার ফলও পেয়েছে৷ কাজেই এখন হাইনকেসের পরে কে আসবেন, এ নিয়ে যতোই জল্পলা-কল্পনা চলুক না কেন, যেমন আর্সেন ভেঙ্গার কি মেমেট শল - বায়ার্ন প্রেসিডেন্ট কার্ল-হাইনজ রুমেনিগেকে গতকাল ভবিষ্যত কোচের অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কে যে ধরণের মন্তব্য করতে শোনা গেছে. তা’তে যেন হাইনকেসেরই ছবি ফুটে ওঠে৷ ওদিকে বায়ার্ন ফ্যানরা গতকাল মাঠেই লাল শালু তুলে ধরে কর্মকর্ত্তাদের কাছ থেকে জানতে চেয়েছে: ‘‘কে বলেছিল তোমাদের ক্লিন্সমানকে আনতে?’’

‘‘প্রেম বড়, না টাকা বড়?’’

ভোলফসবুর্গকে গতকাল মাঠে নামতে হয় গত বছরের শেষেও যারা ছিল তালিকার শীর্ষে, কিন্তু এখন নামতে নামতে মিডফিল্ডে নিজেদের মানিয়ে গুছিয়ে নিয়েছে, সেই হফেনহাইমের বিরুদ্ধে৷ এবং ফার্স্ট হাফে লড়াই চলেছে সমানে সমানে৷ সেকেন্ড হাফে তা উলটে দেবার ক্ষমতা বুন্ডেসলিগায় এখন একটি জুটিরই আছে: তারা হল ভোলফসবুর্গের বসনীয় স্ট্রাইকার এডিন জেকো এবং তার ব্রাজিলিয়ান বান্ধব গ্রাফিট বা গ্রাফিচ৷ দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে একটি কপিবুক হ্যাটট্রিক করেল জেকো৷ ভোলফসবুর্গের হয়ে গতকাল চতুর্থ গোলটি গ্রাফিচের৷ পয়েন্টের তালিকায় ৬০ পয়েন্ট নিয়ে ভোলফসবুর্গ এখনও শীর্ষে, দ্বিতীয় বায়ার্নের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে৷ এবং অতি সংযমী কোচ ফেলিক্স মাগাথও এবার বলেছেন: ‘‘আমরা তো এবার ফেবারিট বলেই মনে হচ্ছে৷’’ অর্থাৎ ভোলফসবুর্গ যে তার ইতিহাসে এই প্রথম বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হতে চলেছে, সেটা বোধহয় মাগাথেরও এবার ধীরে ধীরে মালুম হচ্ছে৷ অথচ জোর গুজব, যে তিনি মরশুমের শেষেই ভোলফসবুর্গ ছেড়ে শালকে’তে যাচ্ছেন৷ যে কারণে ভোলফসবুর্গ ফ্যানরা গতকাল লাল শালু তুলে ধরে মাগাথের কাছে জানতে চেয়েছে: ‘‘প্রেম বড়, না টাকা বড়?’’

বাকিরা

ওদিকে স্টুটগার্ট গতকাল দীন-হীন আর্মিনিয়া বিলেফেল্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে৷ যদিও স্টুটগার্ট এখনও পয়েন্টের তালিকায় তৃতীয়৷ শালকে স্বগৃহে কিংবা স্বমাঠে বায়ার লেভারকুজেনের কাছে হারে ২-১ গোলে৷ কার্লসরুহে এনার্গি কটবুসের সঙ্গে গোলশূন্য ড্র করে, যার অর্থ যে কটবুস রেলিগেশন থেকে বাঁচলেও কার্লসরুহের সমূহ বিপদ৷ আর ডর্টমুন্ড ফ্রাঙ্কফুর্টকে হারায় ২-০ গোলে৷