বুন্ডেসলিগা: আবার কট্টর প্রতিবাদ, রাজনৈতিক বার্তা
৫ অক্টোবর ২০২১প্রায় ঊনিশ মাস অপেক্ষার পর জার্মানির দুই শীর্ষ ডিভিশনের খেলা চলাকালে মাঠ আবার দর্শকে পূর্ণ হতে শুরু করেছে৷
‘‘আমরা দীর্ঘসময় ধরে এই মুহূর্তের অপেক্ষা করছিলাম৷ ৫৭০ দিন পর আমরা আবার ভেসারস্টাডিয়নের ওস্টক্যুর্ভে ফিরতে পারবো হাইডেনহাইমের বিপক্ষে খেলার সময়,'' জানিয়েছে ভেরডার ব্রেমেনের কট্টরপন্থি সমর্থকগোষ্ঠী ইনফেমাস ইয়ুথ, কাইলারা এন্ড আল্ট্রা বয়েস ব্রেমেন৷
‘‘মাঠে আসার আগে অবশ্যই করোনা পরীক্ষা করে আসবেন৷ শুক্রবার দেখা হবে,'' লিখেছে গোষ্ঠীগুলো৷
শুধু ব্রেমেন একা নয়, স্টুটগার্ট, ম্যোনশেনগ্লাডবাখ এবং হামবুর্গের সেন্ট পাওলিসহ অনেক স্থানেই ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আবারো দেখা যাচ্ছে৷ গ্যালারিতে সমর্থকরা পতাকা ওড়াচ্ছেন, গোলের পেছনে ভক্তদের সমর্থন বাড়ছে, মাঠে উড়ছে উচ্ছ্বাসের রঙ্গিন কাগজের টুকরো৷ সবমিলিয়ে ফুটবল মাঠের সেই চিরচেনা, বর্ণিল চিত্র আবারো ফিরতে শুরু করেছে৷
তবে, বিভিন্ন ক্লাবের কট্টর সমর্থকগোষ্ঠীর মাঠে ফেরায় আরো একটি বিষয় ঘটছে৷ তাহচ্ছে, ফুটবল মাঠকে নানা মতামত আর রাজনৈতিক প্রতিবাদেরও কেন্দ্রে পরিনত করা৷
‘‘সবধরনের ইহুদবিদ্বেষের বিরুদ্ধে'' লেখা ব্যানার দেখা গেছে মাইন্স ০৫ এর কট্টরপন্থি সমর্থকদের স্টান্ডের সামনে৷ তারা এভাবে প্রতিবাদ জানিয়েছে মাকাবি হাইফার বিপক্ষে ইউনিয়ন বার্লিনের কনফারেন্স লিগের ম্যাচে ঘটে যাওয়া ইহুদিবিদ্বেষমূলক ঘটনার বিরুদ্ধে৷
শুধু ইহুদিবিদ্বেষের বিরোধিতাই নয়, করোনা ভ্যাকসিনের পক্ষে-বিপক্ষে নানা চিত্রও দেখা যায় সমর্থকদের স্লোগান ব্যানারে৷ জার্মানিসহ ইউরোপের ফুটবল মাঠে ভক্তদের রাজনৈতিক, সামাজিক বিষয়াদি নিয়ে কথা বলা স্বাভাবিক চিত্র৷ তবে সেটা যাতে মাত্রা না ছাড়ায় সেটাও নজর রাখতে হয় কর্তৃপক্ষকে৷
এআই/কেএম