বিয়ের দিনে দু'বার পলায়ন!
২২ এপ্রিল ২০১৭কথায় আছে, বিয়ে নাকি ‘দিল্লি কা লাড্ডু', এ লাড্ডু যে না খায় সে তো আফসোস করেই, যে খায় সে-ও নাকি আফসোস করে৷ সুখি দম্পতিরা এ কথা মানেন না, হেসে উড়িয়ে দেন৷
কিন্তু জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর রাইনফেল্ডেনের এক তরুণ বোধহয় সংশয়েই ছিলেন৷ হয়ত বিয়ে নিয়ে শেষ মুহূর্তে একটা ভয়ও জন্ম নিয়েছিল তাঁর মনে৷ তাই গত বৃহস্পতিবার হঠাৎ করেই তিনি ঘর ছেড়ে উধাও৷ অথচ সেদিনই বিয়ে৷ বরের বোন অনেক খুঁজেও ভাইকে না পেয়ে পুলিশে জানালেন৷ সুইজারল্যান্ড সীমান্তের কাছের ছোট্ট শহরটিতে শুরু হলো পালিয়ে যাওয়া বরকে খুঁজে বের করার পুলিশি অভিযান৷
রাতে বিয়ে উপলক্ষ্যে আগত অতিথিরা হঠাৎ আবিষ্কার করলেন পাত্র ঘরেই লুকিয়ে রয়েছেন৷ শুরু হলো বিয়ের অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি৷ সবাই ভেবেছিলেন, একবার যখন ফিরেছে পাত্রকে নিয়ে আর চিন্তার কিছু নেই৷ কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তিনি আবার উধাও! আবার পুলিশ ডাকা হলো৷ কিন্তু এবার আর অভিযান শুরু করতে হয়নি৷ তার আগেইবর ফোন করে জানালেন, তিনি কাছাকাছিই আছেন এবং শিগগিরই ঘরে ফিরবেন৷
বর তারপর আর পালাননি, তবে দু'বার কেন পালিয়েছিলেন আর শেষ পর্যন্ত বিয়েটা হয়েছে কিনা তা আর জানা যায়নি৷
এসিবি/ডিজি (ডিপিএ)