1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসিঙ্গাপুর

বিয়ের আংটি আগেই কিনে রাখছেন সিঙ্গাপুরের মানুষ

২৮ ডিসেম্বর ২০২২

১ জানুয়ারি থেকে বিক্রয় কর এক শতাংশ বাড়বে, তাই সিঙ্গাপুরের শপিং মলগুলোতে মানুষের ভিড় বেড়েছে৷ ২৮ বছরের সইফ নুর যে বাড়িতে চার মাস পরে উঠবেন তার জন্য ফার্নিচার ও তৈজসপত্র এখনই কিনে রাখছেন৷

https://p.dw.com/p/4LTTN
বিয়ের আংটি (প্রতীকী ছবি)
বিয়ের আংটি (প্রতীকী ছবি)ছবি: Greatstock/imago images

সইফ নুর একজন প্রকৌশলী৷ তিনি বলছেন, মাত্র এক শতাংশ বিক্রয় কর বৃদ্ধি শুনতে সামান্য মনে হলেও অনেক কিছু কিনলে লাভের পরিমাণটা ভালোই হয়৷ যেমন তিনি বলছেন, তিনি যেসব জিনিস এখন কিনেছেন সেটা পরের মাসে কিনলে ১৮৫ ডলার (১৯ হাজার বাংলাদেশি টাকা) বেশি খরচ হত৷ ‘‘মূল্যস্ফীতির এই সময়ে যত টাকা বাঁচানো যায় ততই ভালো,'' রয়টার্সকে বলেন নুর৷ তার কেনা পণ্যগুলো এখন বিক্রেতার কাছে থাকবে৷ পরে তিনি সেগুলো সংগ্রহ করবেন৷

তিনি জানান, তার কয়েকজন পুরুষ সহকর্মী এখনই বিয়ের আংটি কিনে রাখছেন৷ কারণ তাদের বান্ধবীরা নাকি তাদের বলেছেন, ‘‘এখনই প্রস্তাব কর, নইলে পরের বছর বেশি টাকা খরচ হবে৷''

সিঙ্গাপুরেরবর্তমান বিক্রয় কর সাত শতাংশ৷ ১ জানুয়ারি থেকে সেটা আট শতাংশ হবে৷ আর ২০২৪ সালে সেটা বেড়ে হবে নয় শতাংশ৷

দেশটিতে ৬৫ বছরের বেশি বয়সি মানুষের সংখ্যা বাড়ছে৷ তাদের দেখাশোনা করে রাখতে এখনই অর্থ জোগাড় করে রাখতে চায় সিঙ্গাপুর৷ সরকার বলছে, ২০৩০ সাল নাগাদ এমন মানুষের সংখ্যা প্রায় এক-চতুর্থাংশ বাড়তে পারে৷

এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে বিক্রয় কর সাত শতাংশ, ইন্দোনেশিয়ায় ১১ শতাংশ ও জাপানে ১০ শতাংশ৷

ইউরোপের বিভিন্ন দেশে এই কর সাধারণত প্রায় ২০ শতাংশ হয়ে থাকে৷

বিক্রয় কর বাড়ার খবরটি জানিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন বিক্রেতারা৷ ‘পণ্য ও সেবা কর বাড়ছে, জলদি করুন'৷

পরিসংখ্যানও বলছে, গত কয়েকমাসে আগের বছরের তুলনায় বিক্রি বেড়েছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স)