1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্লেষকদের আহ্বান, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেও সিদ্ধান্ত নিন

২৩ জুলাই ২০১০

সংবিধান সংশোধনে সবার মতামত নেয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের বিশ্লেষকরা৷ আর এই সংশোধানী যেন পূর্ণাঙ্গ হয় সেদিকে নজর রাখতে হবে৷ তত্ত্বাবধায়ক সরকার সরকার ব্যবস্থার ব্যাপারে নিতে হবে সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/OSYM
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিচ্ছেন ড. ফখরুদ্দিন আহমেদ (ফাইল ফটো)ছবি: DW

তাঁদের মতে, বিরোধী দলের উচিত সংসদীয় কমিটিতে অংশ নেয়া৷

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এস শাহজাহান বলেন, পঞ্চম সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের দেয়া রায় অনুসরন করা ছাড়াও সংবিধানে আইনের শাসন বাধাগ্রস্ত করতে যে ফাঁক-ফোকর আছে তা দূর করতে হবে৷ আর তা করতে হবে সবার মতামত নিয়ে৷

তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কিনা সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে৷ তিনি বলেন, বিশেষজ্ঞ মতামত ছাড়াও গন শুনানির আয়োজন করা যেতে পারে৷

আকবর আলি খান বলেন, সংবিধান কোন দলের নয়৷ সংবিধান দেশ ও দেশের মানুষের৷ তাই বিরোধী দলের উচিত সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটিতে অংশ নেয়া৷ কমিটিতে গিয়ে তারা তাদের মতামত দিতে পারবেন, দেশের মানুষকে জানাতে পারবেন তাদের অবস্থান৷ তা নাহলে তাদের কথা বলার সুযোগ থাকবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক