বিশ্বের ১০০ ক্ষমতাশালী নারীর তালিকায় শেখ হাসিনা
১৪ ডিসেম্বর ২০১৯প্রতি বছরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী ও পুরুষদের তালিকা প্রকাশ করে থাকে মার্কিন সংস্থা ফোর্বস৷ সেই তালিকায় জায়গা পান সাধারণত বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য ব্যক্তিত্বরা৷
২০১৯ সালে সবচেয়ে ক্ষমতাশালী নারীদের তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷
দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের কর্ণধার ক্রিসটিন লাগার্ড ও তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি৷
এশিয়া থেকে এই তালিকায় সর্বোচ্চ স্থান দখল করে ২২তম স্থানে রয়েছেন চীনের জেসিকা টান৷ এরপরেই, ২৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি নারী তিনিই৷ এছাড়া ৩৪তম স্থানে রয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
তালিকার একদম শেষে, অর্থাৎ ১০০তম স্থানে জায়গা করে নিয়েছেন ১৬ বছর বয়েসি পরিবেশকর্মী গ্রেটা থুনবের্গ৷
এসএস/কেএম (সূত্র: ফোর্বস)
গত জানুয়ারির ছবিঘরটি দেখুন...