বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের কথা
বেতন আর বিজ্ঞাপন থেকে আয় মিলিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন দেখেছে সেখানেও সবার ওপরে লিওনেল মেসি৷ চলুন জেনে নেয়া যাক, কোন ফুটবলার কত বেশি দামি৷
লিওনেল মেসি
দেশ: আর্জেন্টিনা, ক্লাব: বার্সেলোনা, বছরে মোট আয়: ৬৫ মিলিয়ন ইউরো
ক্রিস্টিয়ানো রোনাল্ডো
দেশ: পর্তুগাল, ক্লাব: রেয়াল মাদ্রিদ, বছরে মোট আয়: ৫৪ মিলিয়ন ইউরো
নেইমার জুনিয়র
দেশ: ব্রাজিল, ক্লাব: বার্সেলোনা, বছরে মোট আয়: ৩৬.৫ মিলিয়ন ইউরো
থিয়াগো সিলভা
দেশ: ব্রাজিল, ক্লাব: পিএসজি, বছরে মোট আয়: ২৭.৫ মিলিয়ন ইউরো
রবিন ফন পার্সি
দেশ: নেদারল্যান্ডস, ক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেড, বছরে মোট আয়: ২৫.৬ মিলিয়ন ইউরো
গ্যারেথ বেল
দেশ: ওয়েলস, ক্লাব: রেয়াল মাদ্রিদ, বছরে মোট আয়: ২৩.৮ মিলিয়ন ইউরো
ওয়েন রুনি
দেশ: ইংল্যান্ড, ক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেড, বছরে মোট আয়: ২২.৫ মিলিয়ন ইউরো
ইব্রাহিমোভিচ
দেশ: সুইডেন, ক্লাব: পিএসজি, বছরে মোট আয়: ২১.৫ মিলিয়ন ইউরো
সার্জিও আগুয়েরো
দেশ: আর্জেন্টিনা, ক্লাব: ম্যানচেস্টার সিটি, বছরে মোট আয়: ২১.২ মিলিয়ন ইউরো
রবার্ট লেভানডোস্কি
দেশ: পোল্যান্ড, ক্লাব: বায়ার্ন মিউনিখ, বছরে মোট আয়: ২০.২ মিলিয়ন ইউরো
10 ছবি
1 | 1010 ছবি