বিশ্বের বৃহত্তম মোবাইল মেলায় নতুন যা এসেছে
নিত্যনতুন প্রযুক্তির পসরা সাজিয়ে বার্সেলোনায় চলছে বিশ্বের বৃহত্তম মোবাইল মেলা৷ মেলায় আসা ৫জি ফোন আর ফোল্ডিং স্ক্রিনসহ অত্যাধুনিক সব প্রযুক্তি নজর কেড়েছে সবার৷
ভাঁজ করা যায় এমন ফোন
বার্সেলোনায় মোবাইল মেলার অন্যতম আকর্ষণ ‘ফোল্ডেবল’ অর্থাৎ ভাঁজ করা যায় এমন স্ক্রিনসুবিধা সম্পন্ন মোবাইল ফোন৷ মোবাইল কোম্পানি হুয়াওয়ে এমন ফোন নিয়ে এসেছে৷
হুয়াওয়ে-র মেট এক্স
এটিই সেই ‘ফোল্ডেবল’ ফোন৷ ভাঁজ করার সুবিধা ছাড়াও এতে ৫জি সুবিধা আছে৷ প্রায় পৌনে তিন লাখ টাকা দামের এই ফোন মূলত স্যামসাং এর ‘গ্যালাক্সি ফোল্ড’ ফোনের সাথে পাল্লা দিতেই বাজারে আনা হয়েছে৷
শেষ নেই আধুনিকতার
শুধু ফোল্ডেবল ফোন বাজারে এনেই থেমে নেই হুয়াওয়ে৷ ‘মেটবুক এক্স প্রো’ নামে অত্যাধুনিক একটি নোটবুকও বাজারে নিয়ে এসেছে তারা৷ ‘মেটবুক এক্স প্রো’তে ‘ওয়ানহপ’ নামে একটি প্রযুক্তি যুক্ত করেছে তারা, যার ফলে আপনার হুয়াওয়ে ফোনটি নোটবুকটির স্ক্রিনের কাছে নিয়ে ঝাঁকুনি দিলেই নোটবুকটি ভিডিও রেকর্ড করতে শুরু করবে৷
বাড়ছে জনপ্রিয়তা
নতুন প্রযুক্তির এ মোবাইল মেলা ক্রমেই জনপ্রিয় হচ্ছে৷ সারা বিশ্বের প্রায় দুই হাজার প্রতিষ্ঠান ও প্রায় এক লক্ষ লোকসমাগম হয় মেলাটিতে৷ মেলার এ বছরের অন্য আকর্ষণগুলো হলো ৫জি প্রযুক্তি, কৃত্তিম বুদ্ধিমত্তা আর ইন্ডাস্ট্রি ৪৷
বিনোদনের জন্য গেজেট
বিনোদনের পরিপূর্ণ অনুভূতি দিতে লন্ডনের স্টার্টআপ ‘মিস্টেরি ভাইব’ নিয়ে এসেছে পুরুষদের জন্য ওয়্যারেবল ভাইব্রেটর৷
অত্যাধুনিক রোবট
এক্সআর ১ নামের এ রোবটটি ৪জি ও ৫জি উভয় তরঙ্গেই কাজ করতে পারে৷ এর রয়েছে সংবেদনশীল কিছু ভিজ্যুয়াল ইন্দ্রিয়, যার মাধ্যমে এটি মানুষের সাথে যোগাযোগ করতে পারে৷ নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এ রোবটকে প্রহরীর কাজে, অভ্যর্থনাকেন্দ্রে বা বৃদ্ধাশ্রমে নিয়োগ করা যাবে৷r.
বুদ্ধিমত্তার বিকাশ
যান্ত্রিক হওয়ায়, রোবট সাধারণত কোনো ক্ষুদ্র জিনিস হাতে ধারণ করতে পারে না৷ তবে এক্সআর ১ নামের এ রোবটটি খুব ক্ষুদ্র জিনিস, এমনকি একটি সুইও আঙুলের ফাঁকে ধারণ করতে পারবে৷ অত্যাধুনিক এ রোবটের দাম পড়বে প্রায় এক কোটি টাকা৷