বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার জাপানে
৩ জুলাই ২০১১প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকা জাপানের দখলেই রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন সুপার কম্পিউটার৷ এতোদিন পর্যন্ত কর্মদক্ষতায় সবচেয়ে দ্রুততম হিসেবে স্বীকৃতি পাওয়া সুপার কম্পিউটারের চেয়ে এটি তিন গুণ বেশি দ্রুত৷ প্রতি সেকেন্ডে আট কোয়াড্রিলিয়ন কম্পিউটেশন করতে সক্ষম ফুজিশু'র এই ‘কে কম্পিউটার' সিস্টেম৷ কম্পিউটারের পরিভাষায় প্রতি সেকেন্ডে কোয়াড্রিলিয়ন কম্পিউটেশনের হারকে পেটাফ্লপ বলে৷ ফলে আট পেটাফ্লপস ক্ষমতাসম্পন্ন জাপানের হাতে থাকা এই মহাযন্ত্রটি৷ প্রতিটি আট কোর সম্পন্ন আশি হাজারেরও বেশি সিপিইউ-এর সমন্বয়ে তৈরি হয়েছে এই সুপার কম্পিউটার৷
সুপার কম্পিউটার সাধারণত বড়মাপের গবেষণার কাজে কিংবা সামরিক বাহিনীর কাছে পারমাণবিক বোমা তৈরি এবং এর অনুরূপ আরো সংস্করণ তৈরির কাজে ব্যবহার করা হয়৷ জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, নতুন এই ‘কে কম্পিউটার' রয়েছে জাপানের কোবে শহরে৷ এটি ভৌতিক ও রাসায়নিক গবেষণা প্রতিষ্ঠান রিকেন'এর কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে৷
এতোদিন পর্যন্ত গতির শীর্ষে থাকা ‘টিয়ানহে-ওয়ানএ', যেটা মিল্কি ওয়ে নামেও পরিচিত, কম্পিউটারটি রয়েছে চীনের উত্তরাঞ্চলের শহর টিয়ানজিনে৷ এটির গতি ২.৫৬ পেটাফ্লপস৷ ‘কে কম্পিউটারে'র পর এটির অবস্থান এখন দ্বিতীয়৷ আর তৃতীয় স্থানে রয়েছে সুপার কম্পিউটার উদ্ভাবনে এগিয়ে থাকা প্রতিষ্ঠান ক্রে'র উদ্ভাবিত ‘জাগুয়ার'৷ এটির গতি ১.৭৫ পেটাফ্লপস৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের ওক রিজ জাতীয় গবেষণাগারে বর্তমানে কর্মরত রয়েছে ‘জাগুয়ার'৷ এছাড়া ১.২৭ পেটাফ্লপস গতি সম্পন্ন চতুর্থ পর্যায়ের সুপার কম্পিউটারটি রয়েছে চীনে৷ আর ১.১৯ পেটাফ্লপস ক্ষমতার পঞ্চম স্থানে থাকা সুপার কম্পিউটারটিও রয়েছে জাপানের দখলে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আরাফাতুল ইসলাম