বিশ্বব্যাপী আলোচিত সাত দুর্নীতির কথা
ছোটবড় নানা দুর্নীতির খবর হরহামেশাই আমাদের চোখে পড়ে৷ এখানে থাকছে এমন সাতটি দুর্নীতির কথা যা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল৷
ওয়াটারগেট কেলেঙ্কারি
সত্তরের দশকের ওয়াটারগেট কেলেঙ্কারি আজও মার্কিন ইতিহাসের অন্যতম রাজনৈতিক সংকট হিসেবে বিবেচিত হয়৷ ওয়াটারগেট কমপ্লেক্সে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কার্যালয়ে চুরির ঘটনা দিয়ে সেটির সূত্রপাত৷ পরবর্তীতে অনুসন্ধানে বেরিয়ে আসে শুধু চুরি নয়, আসলে প্রতিপক্ষ সম্পর্ক তথ্য হাতিয়ে নিতে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পুনঃনির্বাচন ক্যাম্পেইন সেই ঘটনা ঘটিয়েছিল৷ সেই ঘটনার পর এক পর্যায়ে পদত্যাগ করেন নিক্সন৷
পেট্রোব্রাস কেলেঙ্কারি
পেট্রোব্রাস কেলেঙ্কারি পুরো ব্রাজিলের রাজনৈতিক ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছিল৷ মূলত দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোব্রাসে ঘুস এবং অর্থপাচারের ঘটনায় অনেক উচ্চপর্যায়ের রাজনীতিবিদ, প্রাক্তন প্রেসিডেন্টের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়৷ এই কেলেঙ্কারির পরিধি এত বিস্তৃত যে তা দেশটিতে আর্থিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল৷
সিমেন্স কেলেঙ্কারি
জার্মান বহুজাতিক প্রতিষ্ঠান সিমেন্স বিশ্বের বিভিন্ন দেশে লোভনীয় কাজ পেতে ঘুস দিত৷ দুর্নীতির এই তথ্য জানাজানি হলে প্রতিষ্ঠানটিকে মোটা অংকের জরিমান গুনতে হয়েছিল এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে৷ সিমেন্সের বৈশ্বিক ভাবমূর্তি বিনষ্ট হয়েছে ঘুস কেলেঙ্কারির ঘটনায়৷
ওয়ানএমডিবি কেলেঙ্কারি
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারির সঙ্গে দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক মহল সম্পৃক্ত ছিল৷ প্রতারণার মাধ্যমে এই তহবিল থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দেশটির শীর্ষস্থানীয়রা যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নাজীব রাজাকও ছিলেন৷
বিএই কেলেঙ্কারি
ব্রিটিশ বহুজাতিক কোম্পানি বিএইর কেলেঙ্কারি প্রতিরক্ষা খাতে অবৈধভাবে অস্ত্র বিক্রির বিষয়টি সামনে নিয়ে আসে৷ সৌদি আরব এবং তানজেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করতে কোম্পানিটি ঘুস এবং দুর্নীতির আশ্রয় নিয়েছিল৷
টাকার বিনিময়ে প্রশ্ন কেলেঙ্কারি
গত শতকের নব্বইয়ের দশকে যুক্তরাজ্যে টাকার বিনিময়ে প্রশ্ন কেলেঙ্কারি ফাঁস হয়৷ সংসদ সদস্যরা টাকা এবং বিভিন্ন সুবিধা নেয়ার বিনিময়ে সংসদীয় প্রশ্ন করতেন এবং আইন প্রণয়নে প্রভাব খাটাতেন৷ আর এই অপরাধের সঙ্গে দেশটির বড় রাজনৈতিক দলগুলোর অনেক প্রভাবশালী নেতার সম্পৃক্ততা মিলেছে৷
গুপ্তগেট কেলেঙ্কারি
সাউথ আফ্রিকায় রাষ্ট্র নিয়ন্ত্রণের বিষয়টি সামনে চলে আসে গুপ্তগেট কেলেঙ্কারির মাধ্যমে৷ এতে দেখা যায় গুপ্ত পরিবার, যারা ব্যবসায়ী হিসেবে সুপরিচিত, দক্ষিণ আফ্রিকার সরকার এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যবসা বাণিজ্যের উপর অনৈতিকভাবে প্রভাব বিস্তার করছে৷ এই প্রভাব বিস্তারে তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাসহ বিভিন্ন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের হাত করে নিয়েছিল৷