বিশ্বজুড়ে আদিবাসী জীবনের বাস্তব চিত্র
আন্তর্জাতিক আদিবাসী দিবসের সপ্তাহে এই ছবিঘরে থাকছে সারা বিশ্বে আদিবাসী জীবনের এখনকার কিছু তথ্য৷
এশিয়ায় সবচেয়ে বেশি বৈচিত্র্য
বিশ্বের মোট ৯০টি দেশে ছড়িয়ে ছিটিয়ে বাস করেন মোট ৪৭ কোটি বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মানুষ৷ এই সংখ্যার ৭০ শতাংশই রয়েছেন এশিয়ায়৷ এখন পর্যন্ত, বিশ্বে প্রায় পাঁচ হাজার আদিবাসী গোষ্ঠীদের চিহ্নিত করা গেছে৷ দেখা গেছে, তারা চার হাজারেরও বেশি ভাষায় কথা বলেন৷
তবুও বঞ্চিত যারা...
বেশির ভাগ দেশে, মূলধারার রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বঞ্চিত রয়েছেন আদিবাসী গোষ্ঠীর মানুষ৷ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবেও অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হন তারা৷ বিশ্বের জনসংখ্যার ছয় শতাংশ আদিবাসী গোষ্ঠীর মানুষ৷ কিন্তু একই সাথে, বিশ্বের দরিদ্রতম মানুষের সংখ্যার ১৫ শতাংশই আসে আদিবাসী গোষ্ঠী থেকে, যা বুঝিয়ে দেয় এই বঞ্চনার সত্যতা৷
ভূমির অধিকার
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও প্রায়ই দেখা যায় যে নিজেদের ভূমির অধিকার হারাচ্ছেন আদিবাসীরা৷ হাজার হাজার বছর ধরে যে জমিগুলিতে ছিল আদিবাসী জনপদ, তা আজ অনেকাংশেই রাষ্ট্রের বা বেসরকারি কোম্পানিগুলির দখলে৷
জীববৈচিত্র্যে আঘাত
আদিবাসী জনপদ হিসাবে চিহ্নিত অঞ্চলগুলিতে বর্তমানে রয়েছে বিশ্বের ৮০ শতাংশ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য৷ এই সব অঞ্চলে তেল, গ্যাস, কাঠ ও অন্যান্য খনিজ পদার্থের ব্যবসা আস্তে আস্তে ভূমিচ্যুত করছে শুধু আদিবাসীদেরই নয়, সেখানে বসবাসকারী প্রাণীদেরও৷ আদিবাসী সংস্কৃতির অন্তর্গত বন্যাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণের ধারাও হারাচ্ছে এর ফলে৷
লাইমলাইটে আদিবাসীদের বাস্তবতা
এবছরের সোনি ওয়ার্ল্ড ফোটোগ্রাফি এওয়ার্ড জেতের উরুগুয়ের চিত্রগ্রাহক পাবলো আলবারেনগা৷ তাঁর পুরস্কারজয়ী এই ছবির সিরিজে উঠে আসে ইকুয়েডরের আচুয়ার গোষ্ঠীর মানুষের কথা৷ কীভাবে ভূমি হারাচ্ছে এই গোষ্ঠী, কীভাবে আরো প্রকৃতিবান্ধব জীবন কাটাতে পারে তারা, এইসবই তুলে ধরেন পাবলো তাঁর ফটো-সিরিজে৷
আমাজনে চলছে লড়াই
প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর নেতৃত্বে অস্বাভাবিক হারে ভূমি হারাচ্ছে ব্রাজিলের আদিবাসীরা৷ সরকার, চোরাব্যবসায়ী ও তাবড় কর্পোরেশনের মদতে আমাজন বনভূমিতে বসবাসকারীদের অধিকার প্রশ্নের মুখে৷ কিন্তু তাতেও দমে যাচ্ছেন না আদিবাসীরা৷ ইতিমধ্যেই জমির অধিকারের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সাত আদিবাসী নেতা৷
যৌন হয়রানির বিরুদ্ধে আদিবাসীরা
কলম্বিয়ায় জুন মাসে এক আদিবাসী নারীকে গণধর্ষন করে৷ যদিও আদিবাসী নারীদের ওপর প্রথম কোনো যৌন হয়রানির ঘটনা এটি ছিল না, কিন্তু এরপর থেকে কলম্বিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে৷ আদিবাসী নারীরা গান, নাচ ও পোস্টার দিয়ে ভরে তোলেন কলম্বিয়ার রাজপথ৷
মানবাধিকারের প্রশ্নে
বিশ্বজুড়ে আদিবাসীদের মানবাধিকার রক্ষার প্রশ্নে অনেকেই সরব হয়েছেন৷ কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে তার পরিণাম ইতিবাচক হয়নি৷ কলম্বিয়াতেই ১০৭জন মানবাধিকার কর্মী প্রাণ হারিয়েছেন তাদের অধিকার রক্ষার প্রশ্ন তুলতে গিয়ে৷
আরো সুরক্ষা প্রয়োজন
একদিকে দারিদ্র, রোগ ও সহিংসতা৷ অন্যদিকে, বঞ্চনাও বৈষম্য৷ সাথে জুড়েছে জলবায়ু পরিবর্তনের মতো বিশ্বব্যাপী সমস্যাও, যা প্রতিদিন প্রশ্নবিদ্ধ করছে ভবিষ্যতের আদিবাসী জীবনযাত্রাকে৷ এই পরিস্থিতি সামলাতে সারা বিশ্বের মনোনিবেশ করা উচিত আদিবাসী সংস্কৃতি ও মানুষকে বাড়তি সুরক্ষা দেওয়ায়, মনে করে জাতিসংঘ৷