বিশ্বকাপের প্রথম পর্বের যত মজার তথ্য
বিশ্বকাপের প্রথম পর্ব শেষেই গোল, পেনাল্টি এবং আরও কিছু জায়গায় হয়ে গেছে বেশ কিছু রেকর্ড৷ সেইসব তথ্য নিয়েই আজকের ছবিঘর৷
শূন্য
১৯৮২ সালের পর এই প্রথমবারের মতো আফ্রিকার কোনও দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছে৷ রাশিয়া বিশ্বকাপে সবশেষ সেনেগালের যা-ওবা সম্ভাবনা ছিল, তা-ও ‘ফেয়ার প্লে’-র নিয়মের কবলে পড়ে নস্যাৎ হয়ে যায়৷ গ্রুপ ‘এইচ’-এ জাপানের সঙ্গে পয়েন্ট ও গোল ব্যবধান এক হওয়া স্বত্ত্বেও ডিসিপ্লিনারি রেকর্ড খারাপ হওয়ায় বাদ পড়ে সেনেগাল৷
গোল এবং গোলশূন্য ড্র
প্রথম পর্বে ৪৮ ম্যাচে গোল হয়েছে মোট ১২২টি৷ সে হিসেবে ম্যাচ প্রতি গোল ২ দশমিক ৫৪৷ গত বিশ্বকাপে ছিল ম্যাচপ্রতি গড়ে ২ দশমিক ৬৭৷ এর আগের মাত্র ৫টি বিশ্বকাপে ম্যাচপ্রতি গড়ে এমন কম গোল হয়েছে৷ তবে মজার বিষয় হলো, রাশিয়া বিশ্বকাপে ৩৬টি ম্যাচের পর প্রথম গোলশূন্য ড্র হয়েছে৷ গোলশূন্য ড্র ম্যাচ পেতে যেকোনও বিশ্বকাপের তুলনায় যা দীর্ঘতম অপেক্ষা৷
আত্মঘাতী গোলের রেকর্ড
বিশ্বকাপের প্রথম পর্ব শেষে টপ স্কোরার কে? ইংল্যান্ডের হ্যারি কেন৷ ৫ গোল নিয়ে তিনিই গোলদাতাদের শীর্ষে আছেন৷ তবে তারও আগে গিয়ে বসে আছে ‘আত্মঘাতী গোল’৷ প্রথম রাউন্ডে ৯টি আত্মঘাতী গোল হয়েছে, যা গত বিশ্বকাপের সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড ভেঙেছে৷ গত বিশ্বকাপে এই সংখ্যা ছিল ৬টি৷
জার্মানি নেই, বুন্দেল লিগা আছে
জার্মানি যেমন প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে, তেমনি জার্মান বুন্দেস লিগায় খেলা ৩৭ খেলোয়াড়ও বিদায় নিয়েছেন৷ বিশ্বকাপে জার্মান লিগে খেলা মোট ৬৭ জন খেলোয়াড় খেলছিলেন৷ এখন পর্যন্ত যাঁরা টিকে আছেন, তাঁদের মধ্যে ১০ জন সুইজারল্যান্ড এবং ৭ জন জাপান দলে খেলছেন৷
২৫০০তম গোল
টিউনিশিয়ার ফখরেদ্দিন বেন ইউসেফ পানামার বিপক্ষে যে গোলটি করেন, সেটি ছিল বিশ্বকাপের আড়াই হাজারতম গোল৷
বিশ্বকাপের উপহার
আইসল্যান্ডের খেলোয়াড় রুরিক গিসলাসন যখন বিশ্বকাপে খেলতে আসেন, তখন তাঁর ইন্সটাগ্রামে ফলোয়ার ছিল ৪০ হাজার৷ সোনালী কেশী, পেশীবহুল এই উইঙ্গার খেলেন দ্বিতীয় বিভাগের জার্মান দল জান্ডহাউজেনে৷ আর্জেন্টিনার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নামার পরই তাঁর সোশাল মিডিয়া ভাগ্য খুলে যায়৷ ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার এখন ১২ লাখ এবং দিন দিন তা বাড়ছেই৷
রাশিয়া বিশ্বকাপের ১০০
এবারের বিশ্বকাপে একশতম গোলটি ছিল কার, জানেন? লিওনেল মেসির৷ গোলটি এসেছিল নাইজেরিয়ার বিপক্ষে৷