বিশ্বকাপের দলে নেই অশ্বিন, তিলক, চাহল
৬ সেপ্টেম্বর ২০২৩বিসিসিআই মঙ্গলবার যে ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করেছে, তা এইরকম--রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া(সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১৫ জনের দলে ঠাঁই হয়নি সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহল, তিলক বর্মাদের। তিনজনই এশিয়া কাপের দলে আছেন। ঠাঁই হয়নি রবিচন্দ্রন অশ্বিনেরও।
অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ''কোনো প্লেয়ারকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়াটা খুবই কঠিন এবং আমি জানি সেই প্লেয়ারের কেমন লাগে। কিন্তু আমদের সেরা ১৫ জনকে বাছতে হত। আমরা সেই কাজটা করার চেষ্টা করেছি। আমাদের ব্যাটিংয়ে গভীরতা আছে। বোলিংয়েও।''
অবশ্য তারপরেও এই টিম নিয়ে নানান প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠেছে, কে এল রাহুল কি পুরো ফিট? চোটের জন্য তিনি কিছুদিন টিমের বাইরে ছিলেন। এশিয়া কাপের দলে তাকে রাখা হয়। তারপরেও তিনি আবার চোট পেয়ে চারটে ম্যাচের জন্য ছিটকে গেছেন।
নির্বাচক কমিটির প্রধান অজিত আগারেকর বলেছেন, ''কে এল রাহুলের চোট সংক্রান্ত সমস্যা আছে। কিন্তু তিনি খুবই গুরুত্বরূর্ণ প্লেয়ার। চোট সারিয়ে ফেরার পর সামান্য অসুবিধায় পড়েছেন। সেটাও এখন ঠিক হয়ে গিয়েছে।''
ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর মত হলো, ''রাহুল বড় ক্রিকেটার। কিন্তু চোট সরিয়ে ফেরার পর রান না পেলে তো তাকে নিয়ে প্রশ্ন উঠবে। চোট সারানোর পর তাকে সোজা বিশ্বকাপের দলে নেয়াটা কঠিন সিদ্ধান্ত।''
সাবেক ক্রিকেটার হরভজন সিং বলেছেন, ''দলে চাহলকে না দেখে অবাক হয়ে গেছি। চাহল হলো ম্যাচ উইনার।'' নির্বাচক কমিটির প্রধান আগারকর বলেছেন, ''সাম্প্রতিক ফর্মের বিচারে চাহলের জায়গায় কুলদীপকেই প্রাধান্য দেয়া হয়েছে।''
সৌরাশিস আনন্দবাজারকে জানিয়েছেন, ''অশ্বিনকে অবশ্যই দলে রাখা উচিত ছিল। বিপক্ষে বাঁহাতি ব্যাটার থাকলে অশ্বিন খুবই কার্যকর হতেন।'' অশ্বিন অবশ্য টুইট করে এই দল নির্বাচনকে স্বাগত জানিয়ে বলেছেন, ''লড়ে যাও। আমরা তোমাদের জন্য গলা ফাটাব।''
জিএইচ/এসজি(পিটিআই, হিন্দুস্তান টাইমস)