পদ্মা সেতু প্রকল্প
১০ জুলাই ২০১২মার্কির রাষ্ট্রদূত ডান মোজেনা বেশ কিছু দিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ঢাকায় ফিরে আজ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে৷ তিনি এক মত-বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করায়, তাঁর সরকার হতাশ৷ তবে তিনি মনে করেন, বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সঙ্গে ঋণের বিষয়টি নতুনভাবে শুরু করতে পারে৷
তিনি বলেন, বিশ্ব ব্যাংকের পুরো প্রক্রিয়াটি তিনি ভালোভাবে বুঝতে চান৷ তিনি মনে করেন, ঋণের প্রক্রিয়া আবারো নতুন করে শুরু করা যায়৷ মোজেনা মনে করেন, এখানে কিছু দ্বিধা-দ্বন্দ্বের বিষয় আছে৷ কিন্তু তিনি দ্বিধার মধ্যে থাকতে চান না৷ আর তার জন্য আরো কিছু বিষয় খতিয়ে দেখতে হবে৷ তবে যাই হোক পুনরায় শুরু করাই ভালো, জানান তিনি৷
এদিকে ঢাকায় জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নেই নির্মাণ করা হবে৷ কোনো দাতার কাছে আর ধরনা দেয়া হবে না৷ তবে কেউ যদি উদ্যোগী হয়ে অংশ নিতে চায়, তা বিবেচনা করা হবে৷
আর অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেছেন, পদ্মা সেতুর জন্য অভ্যন্তরীণ উৎস থেকে টাকা সংগ্রহ করা অসম্ভব কোনো কাজ নয়৷ তবে মনে রাখতে হবে, পদ্মা সেতু নির্মাণ করা হবে আমদানি করা নির্মাণ সামগ্রী দিয়ে৷ সেক্ষেত্রে বৈদেশিক মূদ্রার রিজার্ভ, মূদ্রাস্ফিতি, মূদ্রার বিনিময় হারসহ আরো অনেক কিছু বিবেচনায় নিতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ