বিমানে ত্রুটি, দেরি হয়ে গেল ম্যার্কেলের
৩০ নভেম্বর ২০১৮বিশ্বের ২০টি গুরুত্বপূর্ণ দেশের প্রধানরা এখন ‘জি-২০’ সম্মেলন নিয়ে ব্যস্ত৷ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও গতকাল সম্মেলনের শহর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরিসের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ কিন্তু বিমান ওড়ার একঘন্টা পরই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ৷ ফলে কোলনের বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় চ্যান্সেলরের ‘কনরাড আডেনাওয়ার’ এয়ারবাসটি৷
এ কারণে নির্ধারিত সময়ের পরে সম্মেলনে যোগ দিতে হবে ম্যার্কেলকে৷
কী সমস্যা?
তবে ত্রুটির কারণে এমন একটি সম্মেলনে যোগ দিতে দেরি হলেও বিমানের ক্রু'র প্রশংসা করেছেন জার্মান চ্যান্সেলর৷ সংবাদমাধ্যমকে তিনি জানান, বিমানের সমস্যাটি আসলেই বেশ জটিল ছিল৷ কিন্তু বিমানের চালক ম্যার্কেলকে জানান যে, বিমানের বৈদ্যুতিক ব্যবস্থায় কিছু অসঙ্গতি থাকলেও নিরাপত্তায় কোনো ফাঁক ছিল না৷
এই যাত্রায় ম্যার্কেলের সঙ্গী হন জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শোলৎজ৷ যান্ত্রিক বিভ্রাটের ফলে পরে কোলন হয়ে মাদ্রিদ থেকে একটি কমার্শিয়াল বিমানে বুয়েনস আইরিসের উদ্দেশ্যে তাঁরা রওয়ানা হন, জানায় বিমানসংস্থা ইবেরিয়া৷
আগেও হয়েছে এমন
জার্মান চ্যান্সেলর বা প্রেসিডেন্টের বিমানবিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়৷ এর আগে রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের একাধিক যাত্রার সময় ঘটেছে এমন গোলযোগ৷ এবছরই রয়েছে এমন একাধিক দৃষ্টান্ত৷ গত সপ্তাহেই রাষ্ট্রপতির আফ্রিকা-যাত্রায় বিঘ্ন ঘটে৷ তখন তাঁর এ-৩৪০ এয়ারবাসে কিছু সমস্যা দেখা দিয়েছিল৷
এবিষয়ে ম্যার্কেলকে প্রশ্ন করা হলে তিনি এর পেছনে কোনো চক্রান্তের সম্ভাবনাকে উড়িয়ে দেন৷ তিনি বলেন, ‘‘এই একক সমস্যাগুলির জন্য কোনোকিছু বদলানোর প্রয়োজন নেই৷’’
ইতিমধ্যে জার্মানির বেশ কিছু সংবাদ সংস্থা বারবার ঘটা এমন বিভ্রাটের পেছনে কোনো চক্রান্তের ইঙ্গিত করে উদ্বেগ প্রকাশ করেছে৷ কিন্তু চ্যান্সেলর ম্যার্কেলের মতো সরকারী বিমানবাহিনীর এক মুখপাত্রও তা অস্বীকার করেছেন৷
এসএস/এসিবি (ডিপিএ/রয়টার্স/এএফপি)