বিমানবালা থেকে থাইল্যান্ডের রানি!
থাই রাজা মহা বজিরালংকর্ন আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন ২০১৯ সালের ৪ মে ৷ এর তিন দিন আগেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর উপ-প্রধান সুথিদা তিদজাইকে বিয়ে করেন থাইল্যান্ডের রাজা৷ স্ত্রীকে ‘রানি’ উপাধিও দেন তিনি৷
হঠাৎ ঘোষণা
অনেক দিন ধরেই সুথিদার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা চললেও কখনোই রাজপরিবার থেকে তা স্বীকার করা হয়নি৷ ২০১৯ সালের পহেলা মে হঠাৎ করেই করা হয় বিয়ের আয়োজন৷ রাজা ছাড়াও রাজার ঘনিষ্ঠজনেরা এই আয়োজনে উপস্থিত ছিলেন৷
টেলিভিশনে সম্প্রচার
রাজকীয় গেজেটে ছবিসহ রাজার বিয়ের সংবাদ প্রচার করা হয়৷ এছাড়াও বিয়ের পুরো অনুষ্ঠানের ভিডিও প্রচার করা হয় দেশটির বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও৷ সাধারণ মানুষও রাজকীয় বিয়ের নানা ধরন দেখার সুযোগ পান৷
বিমানবালা থেকে রানি
একসময় থাই এয়ারওয়েজের বিমানবালা ছিলেন সুথিদা৷ ২০১৪ সালে বজিরালংকর্ন তাঁকে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর উপপ্রধান পদে নিযুক্ত করেন৷ ২০১৬ সালে তাঁকে পূর্ণ জেনারেলের মর্যাদা দেয়া হয়৷ পাঁচ বছর পর সেই সাবেক বিমানবালাই হলেন থাইল্যান্ডের রানি৷
রাজ পরিবারের সদস্য
বিয়ের পর রাজ পরিবারের এক বিবৃতিতে বলা হয়, রাজা বাজিরালংকর্ন সুথিদাকে তাঁর রাজকীয় পরিবারে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছেন৷তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের সদস্য হিসেবে ধরে নেয়া হবে৷ রাজপরিবারের সব ধরনের মর্যাদাও ভোগ করবেন রানি সুথিদা৷
থানপুয়িং-এর মর্যাদা
ব্রিটেনে যেমন রানি যে কাউকে নাইট উপাধি দিতে পারেন, থাইল্যান্ডের রাজাও যে-কোনো নারীকে থানপুয়িং উপাধি দিতে পারেন৷ রাজকীয় এই উপাধিকে ইংরেজিতে ‘স্যার’ বা ‘লেডি’-এর সমকক্ষ বলে ধরে নেয়া যায়৷
আগের বিয়ে
এর আগে থাই রাজা আরো তিনটি বিয়ে করেছিলেন৷ তবে সবার সঙ্গেই তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে৷ আগের স্ত্রীদের সঙ্গে সাত সন্তান রয়েছে রাজা বাজিরালংকর্নের৷
রাজা দশম রাম
৬৬ বছর বয়সি রাজা বাজিরালংকর্ন আনুষ্ঠানিকভাবে রাজা দশম রাম নামেও পরিচিত৷ ২০১৬ সলে বাবা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর থেকে বাজিরালংকর্ন সাংবিধানিক রাজা হিসেবে দায়িত্ব পালন করছেন৷ রাজা ভূমিবল ৭০ বছর সিংহাসনে ছিলেন৷
রাজকীয় শোভাযাত্রা
২০১৯ সালের ৪ মে ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মমতে আনুষ্ঠানিক অভিষেক হয় রাজা বাজিরালংকর্নের৷ অভিষেকের পর রাজা-রানি শামিল হন ব্যাংকক শহরে বিরাট এক শোভাযাত্রায়৷