বিমান সমস্যায় জার্মান প্রেসিডেন্ট, চ্যান্সেলর, মন্ত্রীদের দুর্ভোগ
আফ্রিকার মালি সফরে গিয়ে বিমানে ত্রুটির কারণে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস’এর বার্লিন ফেরা পিছিয়ে গেছে৷ এর আগে প্রেসিডেন্ট, চ্যান্সেলরসহ কয়েকজন মন্ত্রীও এমন সমস্যায় পড়েছেন৷
পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস
আফ্রিকার মালিতে নিয়োজিত জার্মান সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করতে সেদেশ সফরে গিয়েছিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷ কিন্তু বিমানে ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে ফেরা হয়নি তাঁর৷
চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল
গতবছর আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় চ্যান্সেলর ম্যার্কেলও বিপদে পড়েছিলেন৷ টেক-অফের কিছুক্ষণ পরই কোলন-বন বিমানবন্দরে অবতরণ করতে হয় তাঁর বিমানকে৷ পরে বাণিজ্যিক বিমানে করে আর্জেন্টিনা যেতে হয়েছিল তাঁকে৷
অর্থমন্ত্রী ওলাফ শোলৎজ
জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শোলৎজের সাথেও এমন ঘটনা ঘটেছে৷ গত অক্টোবর মাসে ইন্দোনেশিয়া সফরের সময় তাঁর বিমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ তার ইঁদুর চিবিয়ে ফেলেছিল! ফলে ইন্দোনেশিয়াতে দীর্ঘ সময়ের জন্য আটকে পড়েছিলেন জার্মানির অর্থমন্ত্রী৷
রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার
গত নভেম্বর মাসে আফ্রিকার কয়েকটি দেশ সফরের সময় জার্মান প্রেসিডেন্টের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল৷
বারবার কেন এমন হচ্ছে?
বিশেষজ্ঞদের মতে, জার্মানির বিমান বহরে যে বিমানগুলি আছে, তার বেশির ভাগেরই বয়েস কুড়ি বছরের বেশি৷ কর্তৃপক্ষ এই বহরের নবীকরণ বিষয়ে আগ্রহ দেখালেও এখনও কোনো স্পষ্ট খবর পাওয়া যায়নি৷
মন্ত্রীর বক্তব্য
বারবার বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যাওয়াকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷ সংবাদসংস্থা ডিপিএ-কে তিনি বলেন, ‘‘বহরের নবীকরণ এখন অত্যন্ত জরুরি৷ আমরা সবাই এই বিষয়ে সচেতন৷’’