বিভিন্ন দেশের সরকারপ্রধানরা যেভাবে ছুটি কাটান
রাজনীতিবিদদের কাজটাই হলো ভীষণ চাপের৷ তাই এই চাপ থেকে তারাও কিছুটা মুক্ত হতে চান৷ ডয়চে ভেলে খোঁজার চেষ্টা করেছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা কীভাবে তাদের ছুটি কাটান৷
ভ্লাদিমির পুটিন
রুশ প্রেসিডেন্ট যখনই তার শারীরিক সৌন্দর্য দেখাতে চান তখনই মনে হয় অবসর কাটাতে যান৷ সাইবেরিয়া তার পছন্দের জায়গা৷ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে তাঁকে মাছ ধরতে, নৌকা বাইতে এবং রৌদ্রস্নান করতে দেখা গেছে৷
আঙ্গেলা ম্যার্কেল
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গত এক দশক ধরে তাঁর স্বামীর সঙ্গে উত্তর ইটালির আল্পস পর্বতের কাছে ছুটি কাটাতে যান৷ তিনি বরাবরই তাঁর সেই ট্রেডমার্ক হ্যাট সঙ্গে নেন, জার্মান গণমাধ্যম যেটির নাম দিয়েছে ‘চ্যান্সেলরের টুপি’৷ এই ছবিটি ২০০৬ সালের এপ্রিলে তোলা, যখন তাঁরা ইটালিতে ছুটি কাটাচ্ছিলেন৷
জাস্টিন ট্রুডো
ক্যানাডার প্রধানমন্ত্রীর কাছে বাহামা অবসরের জন্য পছন্দের জায়গা৷
কিম জং উন
উত্তর কোরিয়াকে বলা হয় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দেশ৷ কিন্তু এর মানে এই নয় যে সেদেশের নেতা কিম জং উন অবসর কাটাতে চান না৷ ছোটবেলা থেকেই ডিজনির ভীষণ ভক্ত উন৷ ১৯৯১ সালে শিশু উন ভুয়া পরিচয়ে টোকিও-র ডিজনিল্যান্ড ঘুরতে গিয়েছিলেন৷