বিডিআর বিদ্রোহের বিচার
১৩ আগস্ট ২০১২এসব মামলায় ৪২০৯ জন বিডিআর জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে৷ আর খালাস পেয়েছে ৯০ জন৷ তবে হত্যা মামলা এর বাইরে ৷ হত্যা মামলার বিচার চলছে প্রচলিত আদালতে৷
২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ঢাকাসহ সারাদেশে বিডিআরের ৫৬ টি ইউনিটে মোট ৫৬ টি আদালত গঠন করা হয়৷ বিডিআরের নিজস্ব আইনে ২০১০ সালের অক্টোবর মাস থেকে এই মামলাগুলোর বিচার শুরু হয় ৷ রোববার বিডিআরের বিভিন্ন পরিদপ্তর এবং রাইফেল ক্রীড়া বোর্ডের জওয়ানদের বিদ্রোহের মামলার রায়ের মধ্য দিয়ে ৫৪ টি মামলার রায় দেয়া হল৷ এই মামলায় ৩৭ জনকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডসহ ৩৩৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে৷ বিডিআরের বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ডয়চে ভেলেকে জানন, এই মামলাগুলোতে যেসব বিডিআর সদস্য বিডিআর আইন লঙ্ঘন করেছেন এবং বিদ্রোহে অংশ নিয়েছেন সেই অপরাধের বিচার হয়েছে৷ সদর দফরের ২টি মামলার বিচার শেষ হলেই বিদ্রোহের বিচার শেষ হবে৷
বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়েছেন৷ এই হত্যাকাণ্ডসহ অগ্নিসংযোগ এবং লুণ্ঠনসহ আরো কয়েকটি ফৌজদারী অপরাদের বিচার হচ্ছে প্রচলিত আইনে৷ বকশিবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে এই বিচারকাজ এগিয়ে চলছে৷অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল জানান, এই মামলায় আসামি আট শতাধিক৷ তাদের অধিকাংশের বিরুদ্ধেই স্বাক্ষ্য গ্রহন শেষ হয়েছে৷ তিনি বলেন, এ বছরের মধ্যেই বিদ্রোহ এবং হত্যা মামলা উভয়ের বিচারকাজ শেষ হবে বলে আশা করছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম