1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএসএফের গুলিতে ১৫ দিনে দ্বিতীয় বাংলাদেশি নিহত

২৯ সেপ্টেম্বর ২০২৩

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে চুয়াডাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার এক বাংলাদেশি যুবক নিহত হন৷ দু সপ্তাহের মধ্যে চুয়াডাঙ্গা এলাকায় এটি দ্বিতীয় বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা৷

https://p.dw.com/p/4WwWT
বিএসএফ
ছবি: Channi Anand/AP Photo/picture alliance

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে৷

নিহত রবিউল হক (৪০) দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে৷

পীরপুরকুল্লাহ গ্রামের বাসিন্দারা  জানান, রবিউল হক রাতের আঁধারে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে রাঙ্গিয়ারপোতা ক্যাম্প থেকে বিএসএফের সদস্যরা তাকে আটক করে৷ আটকে রেখে নির্যাতন করার এক পর্যায়ে তাকে গুলি করা হলে ঘটনাস্থলেই  তিনি মারা যান৷

এ ঘটনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করে৷ চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন৷

এর আগে গত ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিএসএফের গুলিতে মিজানুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন৷ ৫০ বছর বয়সি মিজানুরের মরদেহ ৭ দিন পর দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ফেরত দেয় বিএসএফ।

এসএইচ/ এসিবি (দ্য ডেইলি স্টার)