বিএনপি নেত্রীর সমালোচনায় মুখর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২৭ জুলাই ২০১১শেখ হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশে দুর্নীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান৷ এবং তার স্ত্রী খালেদা জিয়া তাকে পূর্ণতা দিয়েছেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে দলীয় নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে বলেন, বিএনপির কারণে দেশ পিছিয়ে পড়েছে৷ আওয়ামী লীগ শাসনামলে দেশের যতটুকু অগ্রগতি হয় বিএনপি ক্ষমতায় এলে তার আবার অবনতি হয় বলে তিনি জানান৷ দেশের অর্থনীতি, শিক্ষা এবং উন্নয়নসহ সবক্ষেত্রেই বিএনপি দেশেকে পিছিয়ে দিয়েছে৷ তিনি বলেন, বিএনপির সময় দেশের শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ঘটে৷ এর কারণ জিয়া পরিবার শিক্ষিত নয় বলেই তারা শিক্ষার মর্যাদা বুঝতে পারেনি, মনে করেন প্রধানমন্ত্রী৷
তিনি বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে জিয়াউর রহমান দুর্নীতির বিষবৃক্ষ রোপণ করছিলেন৷ এরশাদ তাকে অনুসরন করেছেন৷ আর খালেদা জিয়া দিয়েছেন পূর্ণতা৷
প্রধানমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে৷ অতীতে বার বার সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে৷এখন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য গোঁ ধরেছেন৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের চাইলে তাদের সব কাজের বৈধতা দিতে হবে৷ খালেদা জিয়াকে স্বীকার করতে হবে গত সংসদ সির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে৷
শেখ হাসিনা বলেন, ৩৫ বছর পর মুক্তিযুদ্ধের চেতনা সংবিধানে পুনর্বহাল করা হয়েছে৷ এখন সবাইকে এই চেতনা ধরে রাখতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক