1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি নেত্রীর সমালোচনায় মুখর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৭ জুলাই ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের সব কাজকে বৈধতা দিতে হবে খালেদা জিয়াকে৷ তাকে স্বীকার করতে হবে গত সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে৷

https://p.dw.com/p/1250j
দুই নেত্রীর মধ্যে দূরত্ব কিছুতেই কাটছে নাছবি: AP/DW

শেখ হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশে দুর্নীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান৷ এবং তার স্ত্রী খালেদা জিয়া তাকে পূর্ণতা দিয়েছেন৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে দলীয় নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে বলেন, বিএনপির কারণে দেশ পিছিয়ে পড়েছে৷ আওয়ামী লীগ শাসনামলে দেশের যতটুকু অগ্রগতি হয় বিএনপি ক্ষমতায় এলে তার আবার অবনতি হয় বলে তিনি জানান৷ দেশের অর্থনীতি, শিক্ষা এবং উন্নয়নসহ সবক্ষেত্রেই বিএনপি দেশেকে পিছিয়ে দিয়েছে৷ তিনি বলেন, বিএনপির সময় দেশের শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ঘটে৷ এর কারণ জিয়া পরিবার শিক্ষিত নয় বলেই তারা শিক্ষার মর্যাদা বুঝতে পারেনি, মনে করেন প্রধানমন্ত্রী৷

তিনি বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে জিয়াউর রহমান দুর্নীতির বিষবৃক্ষ রোপণ করছিলেন৷ এরশাদ তাকে অনুসরন করেছেন৷ আর খালেদা জিয়া দিয়েছেন পূর্ণতা৷

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে৷ অতীতে বার বার সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে৷এখন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য গোঁ ধরেছেন৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের চাইলে তাদের সব কাজের বৈধতা দিতে হবে৷ খালেদা জিয়াকে স্বীকার করতে হবে গত সংসদ সির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে৷

শেখ হাসিনা বলেন, ৩৫ বছর পর মুক্তিযুদ্ধের চেতনা সংবিধানে পুনর্বহাল করা হয়েছে৷ এখন সবাইকে এই চেতনা ধরে রাখতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য