বাসে আগুন নিয়ে কাদের, ফখরুলের মন্তব্য
১৩ নভেম্বর ২০২০মতিঝিল, শাহবাগ ও নয়া পল্টন থানায় দুটি করে এবং কলাবাগান, ভাটারা ও বংশাল থানায় একটি করে মোট নয়টি মামলা করা হয়েছে৷ আরো মামলা করার প্রক্রিয়া চলছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম৷
বাসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, "বিএনপি তাদের ‘নীলনকশা অনুযায়ী' ভোটের দিন রাজধানীতে ‘বাসে আগুন দিয়ে নাশকতা করেছে' যা তাদের সেই পুরনো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি৷”
এদিকে, বাস পোড়ানোর ঘটনাকে সরকারি এজেন্টদের ‘নাশকতা' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
বিএনপিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গতকাল যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক ঘটনা৷ আমি তীব্র ভাষায় এর নিন্দা করছি৷''
এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)