1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনার হার

২৭ নভেম্বর ২০১৩

বার্সেলোনাকে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে আয়াক্স আমস্টারডাম৷ গতবারের রানার্স আপ বোরুসিয়া ডর্টমুন্ড আরেক ম্যাচে নাপোলিকে হারিয়ে ধরে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলার আশা৷

https://p.dw.com/p/1APKB
Borussia Dortmund's Marco Reus (L) celebrates after scoring a goal on penalty against Napoli during their Champions League group F soccer match in Dortmund November 26, 2013. REUTERS/Ina Fassbender (GERMANY - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডামের মাঠে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসিবিহীন বার্সেলোনা৷ নতুন কোচ গেরার্দো মার্তিনোর অধীনে এ মৌসুমে এটি তাদের প্রথম হার৷ তবে হারলেও বার্সার অবশ্য কোনো ক্ষতি হয়নি, কেননা গ্রুপ ‘এইচ' থেকে আগেই শেষ ষোলোয় ওঠা নিশ্চিত করে রেখেছিল তারা৷ মঙ্গলবারের ম্যাচের পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেছে আয়াক্স৷ তারপরও নিজেদের মাঠে জয় পেতে অসুবিধা হয়নি ডাচ দলটির৷

গ্রুপ ‘এফ'-এ ইতালির নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানির বোরুসিয়া ডর্টমুন্ডবুন্ডেসলিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে সপ্তাহান্তের ৩-০ গোলের হারসহ গত কয়েকদিনে টানা তিনটি ম্যাচ হেরে যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, এ জয় তাদের তা কাটিয়ে ওঠার মনোবল তো দিয়েছেই, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখার আনন্দও দিয়েছে৷ এই গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল৷ সমান ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডর্টমুন্ড ও নাপোলি৷ এখনো তিনটি দলের পক্ষেই নকআউট পর্বে ওঠা সম্ভব৷ মঙ্গলবার আরেক ম্যাচে সেল্টিককে ৩-০ গোলে হারিয়েছে এসি মিলান৷ চেলসি ১-০ গোলে হেরে গেছে বাসেলের কাছে৷ তারপরও অবশ্য ২০১২-র চ্যাম্পিয়ন চেলসি শেষ ষোলোয় উঠেছে৷

এসিবি/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য