বার্লিনের সেক্স ক্লাবে প্রাণঘাতী ব্যাকটিরিয়ার সংক্রমণ
৩ অক্টোবর ২০১৮নাইটক্লাবটিতে প্রাণঘাতী ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়ায়, যেসব ব্যক্তি ঐ ক্লাবে যান, তাঁদের অবিলম্বে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে৷ প্রাথমিকভাবে এই সংক্রমণ ধরা পড়লে চিকিৎসা সম্ভব, বেশি দেরি হয়ে গেলে মৃত্যু অবধারিত৷
২৯শে সেপ্টেম্বর যাঁরা ঐ ক্লাবে গিয়েছিলেন তাঁদের দেহে নাইসেরিয়া মেনিনজাইটিডিস আছে কিনা তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বার্লিনের রাইনিকেনডর্ফ এলাকার কর্তৃপক্ষ৷ তারা বলছেন, এই ব্যাকটেরিয়ার কারণে মেনিনজাইটিস হয়ে থাকে৷
এ, সি, ওয়াই এবং ডাব্লিউ ১৩৫ প্রজাতির ব্যাকটেরিয়া বার্লিনের একটি সংগীত প্রতিষ্ঠান থেকে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঐ প্রতিষ্ঠানটিতে পারফর্মাররা নাচে যৌন আবেদন ও বন্যতা ফুটিয়ে তোলেন৷
লালা এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়া এক জনের দেহ থেকে অন্যের দেহে ছড়িয়ে পড়ে৷ ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে সাধারণত প্রচণ্ড মাথাব্যথা, অনেক জ্বর, মাথা ঘোরা, ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দেয়৷ এসব লক্ষণ দেখা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে সারাদেহে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী ব্যাকটেরিয়া৷ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এ থেকে মুক্তি পাওয়া যায়৷
বার্লিনে বিশ্বের সব দেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় নাইট ক্লাব কিটক্যাট ক্লাব৷
চেজ ভিন্টার/এপিবি