1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে স্পেশাল অলিম্পিকে এসে নিখোঁজ অনেকে

২৮ জুন ২০২৩

এই সপ্তাহেই শেষ হবে বার্লিনে বিশেষভাবে সক্ষমদের জন্য আয়োজিত অলিম্পিক। সেখানে যোগ দিতে এসে নিখোঁজ ১৪।

https://p.dw.com/p/4T8py
বিশেষভাবে সক্ষমদের অলিম্পিক
ছবি: Jürgen Engler/Nordphoto/IMAGO

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অলিম্পিক চলছে জার্মানিতে। বার্লিনে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় এবং তাদের দেখভালের জন্য সহায়কেরা এসেছেন জার্মানিতে। জার্মান পুলিশ মঙ্গলবার জানিয়েছেন, ওই সহায়কদের ১৪জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে আটজন আইভরি কোস্টের। বাকিরা যথাক্রমে আলজেরিয়া, বুরুন্ডি, ক্যামেরুন, গিনিয়া, লেবানন এবং সেনেগলের।

অলিম্পিকের ভয়ংকর, বিপজ্জনক স্পোর্টস!

তবে এই নিখোঁজ ব্যক্তিরা কোনো দুর্ঘটনার কবলে পড়েননি বলেই দাবি জার্মান পুলিশের। তারা জানিয়েছে, দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। সম্ভবত, ওই ব্যক্তিরা স্বেচ্ছায় জার্মানির অন্যত্র চলে গেছেন। তারা বেড়াতে গেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে গেছেন, জার্মান পুলিশ সে তথ্য স্পষ্ট করেনি।

জার্মানি জানিয়েছে, ওই ব্যক্তিদের সকলেরই দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ফেরননি দেখেই তদন্ত শুরু হয়। তখনই এই তথ্য সামনে আসে।

সব মিলিয়ে প্রায় তিন লাখ ৩০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন এবারের বিশেষ অলিম্পিকে। তার মধ্যে খেলোয়াড়রা ছিলেন, দেশের পদাধিকারীরা ছিলেন এবং বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের সঙ্গে তাদের সহায়কেরা ছিলেন।

এসজি/জিএইচ (ডিপিএ, ইএফই)