1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ির ছাদে সাইকেল চালানো!

১৭ ডিসেম্বর ২০১৫

তা-ও যেখানে সেখানে নয়, স্পেনের ছুটি-কাটানোর দ্বীপ প্রখ্যাত গ্রান কানারিয়ায়৷ কাঠবিড়ালের মতো নিশ্চয়তা ও ক্ষিপ্রতা প্রদর্শন করেছেন স্কটিশ ট্রায়াল সাইক্লিং কিংবদন্তি ড্যানি ম্যাকঅ্যাসকিল এই ভাইরাল ভিডিও-তে৷

https://p.dw.com/p/1HOuk
Symbolbild Mountainbike Sport Mentaltraining
ছবি: Fotolia/olly

ড্যানি আসলে স্কটল্যান্ডের আইল অফ স্কাই দ্বীপের বাসিন্দা৷ ২০০৯ সাল থেকেই বিভিন্ন ভিডিও রিলিজ করে যাচ্ছেন৷ ২০১৪ সালের অক্টোবর মাসে আইল অফ স্কাই-এর কুইলিন রিজ নামধারী দুর্গম শৈলশিরায় বিএমএক্স সাইকেল চালানোর যে ভিডিওটি তোলেন ড্যানি, তা পাঁচদিনের মধ্যে এক কোটি বার দেখা হয়! ভাইরাল আর কা-কে বলে৷

গ্রান কানারিয়া দ্বীপে তিনি নাকি তাঁর ক্ষমতার ৮০ শতাংশ প্রদর্শন করেছেন, একটি গ্রো-প্রো সাক্ষাৎকারে বলেছেন ড্যানি৷ অনেক সময় তিনি যে ছাদের কার্নিশে সাইকেলের চাকার ওপর ব্যালান্স করেছেন, তা নীচের রাস্তা থেকে তিন-চার তলা উঁচু৷ তবে পড়ার ভয় নেই ড্যানির৷ সাইকেল সুদ্ধ লাফ দিয়ে এবাড়ির ছাদ থেকে ওবাড়ির ছাদও তাঁর কাছে কিছুই নয়৷ শেষমেষ সাইকেল নিয়ে সমুদ্রে ঝাঁপ খাওয়ার দৃশ্যটাও অনবদ্য৷

এসি/ডিজি (ইউটিউব)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য