বাজেট পেশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে ভারতে
২৮ ফেব্রুয়ারি ২০১১সোমবার বেরিয়েছে এই রির্পোট এবং তা প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো৷ অন্যদিকে, আজই ঘোষণা করা হয়েছে ২০১১-২০১২ অর্থ বছরের বাজেট৷ সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷
সামাজিক খাতের উন্নয়নে এ বছর সরকার যা বরাদ্দ দিয়েছে, তা রীতিমত লক্ষ্য করার মতো৷ দেশটির ক্ষুধা এবং পুষ্টি সমস্যা মেটানোর প্রত্যয় উল্লেখ করে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এ খাতে গত অর্থ বছরের তুলনায় শতকরা ১৭ ভাগ বরাদ্দ বাড়ানোর কথা উল্লেখ করেছেন৷ তিনি জানিয়েছেন, সরকার এ খাতে প্রায় ২৬৭ দশমিক ৬ বিলিয়ন রুপি খরচ করবে৷ শিক্ষা খাতেও বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত এই বাজেটে৷ প্রস্তাব করা হয়েছে গত বছরের চেয়ে শতকরা ২০ শতাংশ বেশি বরাদ্দ বৃদ্ধির, টাকার অংকে যার পরিমাণ ৫২০ বিলিয়ন রুপি৷
এছাড়া, এবারই প্রথমবারের মতো খাদ্য ও নিরাপত্তা বিষয়ক একটি বিল আনছে সরকার৷ বলা হচ্ছে, এই আইন পাশ হলে দরিদ্র জনগণের লাভ হবে৷ এছাড়া ক্ষুদ্র ঋণ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: দেবারতি গুহ