1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু

১৫ জুন ২০১৬

সম্ভবত বাস যাচ্ছিল সেতুর ওপর দিয়ে৷ বাংলাদেশের সবচেয়ে বড় সেতু৷ এক যাত্রী নিজের মোবাইলেই ধারণ করলেন সেতু পার হবার দৃশ্য৷ এ পর্যন্ত সাড়ে ৩২ লক্ষবার দেখা হয়েছে সেই ভিডিও৷

https://p.dw.com/p/1J6xJ
Symbolbild - Mobile Berichterstattung
ছবি: picture-alliance/dpa/W. Steinberg

বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, এখনো বাংলাদেশের দীর্ঘতম, দক্ষিণ এশিয়ার ৫ম দীর্ঘতম এবং বিশ্বের ৯২তম দীর্ঘ সেতু বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু৷ দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করা এই সেতুর উদ্বোধন হয়েছিল ১৯৯৮ সালের জুন মাসে৷ সেতুটি নির্মাণে মোট খরচ হয়েছিল ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার৷

৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.৫ মিটার প্রস্থের এই সেতুটি অতিক্রম করার দৃশ্যই ইউটিউবে আপলোড করা হয়েছিল ২০১৫ সালের ২১ মে৷ সেই থেকে অনেকেই দেখেছেন ভিডিওটি৷ এক, দুই, তিন – এভাবে বাড়তে বাড়তে হাজার, লক্ষবারের সীমাও ছাড়িয়ে গেছে বেশ আগে৷ ভিডিওটি আপলোডের পর মাত্র এক বছর পেরিয়েছে৷ এ সময়েই ভিডিওটি দেখা হয়েছে মোট ৩২ লক্ষ ৫৪ হাজার ৬৯৭ বার৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য