বাংলাদেশের বিশ্বকাপ দল
তামিমকে বাইরে রেখে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ৷ অধিনায়ক সাকিব৷ আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শান্ত৷
সাকিব আল হাসান, অধিনায়ক
জন্ম: ২৪ মার্চ, ১৯৮৭৷ এখন পর্যন্ত খেলা ২৪০টি ওডিআইতে রান করেছেন ৭,৩৮৪৷ এর মধ্যে শতক আছে নয়টি, আর অর্ধশতক ৫৫টি৷ এছাড়া উইকেট পেয়েছেন ৩০৮টি৷ ইকোনমি রেট ৪.৪৪৷ এটি সাকিবের পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে৷ বিশ্বকাপে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ১,১৪৬ রান করেছেন৷ আছে দুটি শতক ও ১০টি অর্ধশতক৷ আর বল হাতে উইকেট নিয়েছেন ৩৪টি৷
নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক
জন্ম: ২৫ আগস্ট, ১৯৯৮৷ বাহাতি ব্যাটসম্যান৷ এখন পর্যন্ত ৩০টি ওডিআই খেলে রান করেছেন ৯০৮৷ দুটি শতক ও পাঁচটি অর্ধশতকের অধিকারী শান্ত৷ সর্বোচ্চ রান ১১৭৷
মুশফিকুর রহিম
জন্ম: ৯ মে, ১৯৮৭৷ ২৫৬টি ওডিআই খেলে রান করেছেন ৭,৪০৬৷ আছে নয়টি শতক ও ৪৬টি অর্ধশতক৷ উইকেটরক্ষক মুশফিক ফিল্ডার হিসেবে মোট ক্যাচ ধরেছেন ২২২টি৷ স্টাম্পিং করেছেন ৫৫ বার৷ সাকিবের মতো এটি তারও পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে৷ এর আগে বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলে রান করেছেন ৮৭৭৷ একবার শতক হাঁকিয়েছেন৷ আছে ছয়টি অর্ধশতকও৷
মাহমুদুল্লাহ রিয়াদ
জন্ম: ৪ ফেব্রুয়ারি, ১৯৮৬৷ ২২১ ওডিআইতে রান তুলেছেন ৫,০২০৷ তিন শতকের পাশাপাশি অর্ধশতক আছে ২৭টি৷ বোলিংয়ে নামের পাশে ৮২টি উইকেট আছে তার৷ এর আগে বিশ্বকাপে ১৫ ম্যাচ খেলে ৬১৬ রান করেছেন৷ আছে দুটি শতক আর দুটি অর্ধশতক৷ বিশ্বকাপে চারটি উইকেটও পেয়েছেন অফব্রেক বোলার রিয়াদ৷
মেহেদি হাসান মিরাজ
জন্ম: ২৫ অক্টোবর, ১৯৯৭৷ ডানহাতি মিরাজ একজন অলরাউন্ডার৷ অফব্রেক বল করেন তিনি৷ এখন পর্যন্ত ৮২ ওডিআইতে ১০৪৬ রান তুলেছেন৷ দুটি শতকের পাশাপাশি আছে দুটি অর্ধশতকও৷ উইকেট নিয়েছেন ৯১টি৷
লিটন দাস
জন্ম: ১৩ অক্টোবর, ১৯৯৪৷ ৭৭ ওডিআইতে রান করেছেন ২,২৫০৷ পাঁচ শতক হাঁকানো ছাড়াও ১০টি অর্ধশতক আছে তার ঝুলিতে৷ তিনি একজন উইকেটরক্ষকও৷
তাসকিন আহমেদ
জন্ম: ৩ এপ্রিল, ১৯৯৫৷ ডানহাতি এই ফাস্ট বোলার ৬৩ ওডিআই খেলে ৯০ উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ৫.৪১৷
মুস্তাফিজুর রহমান
জন্ম: ৬ সেপ্টেম্বর, ১৯৯৫৷ বাহাতি এই বোলার এখন পর্যন্ত ৯৩ ওডিআইতে ১৫৬টি উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ৫.০৭৷
তওহীদ হৃদয়
জন্ম: ৪ ডিসেম্বর, ২০০০৷ টপঅর্ডার ডানহাতি ব্যাটার৷ ১৭ ওডিআইতে রান করেছেন ৫১৮৷ এখনও শতকের দেখা পাননি৷ তবে পাঁচটি অর্ধশতক আছে তার৷ সর্বোচ্চ সংগ্রহ ৯২ রান৷
নাসুম আহমেদ
জন্ম: ৫ ডিসেম্বর, ১৯৯৪৷ বাহাতি স্লো অর্থোডক্স এই বোলার এখন পর্যন্ত ১২ ওডিআইতে ১২টি উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ৩.৯১৷
মেহেদী হাসান
জন্ম: ১২ ডিসেম্বর, ১৯৯৪৷ আট ওডিআইতে এখন পর্যন্ত তার সংগ্রহ ৮৯ রান৷ এছাড়া এই অফব্রেক বোলার আটটি উইকেটও সংগ্রহ করেছেন৷
হাসান মাহমুদ
জন্ম: ১২ অক্টোবর, ১৯৯৯৷ ডানহাতি এই পেসার ১৮ ওডিআইতে ২৫টি উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ৫.৬৩৷
শরিফুল ইসলাম
জন্ম: ৩ জুন, ২০০১৷ বাহাতি এই বোলার সাত ওডিআইতে ১৫ উইকেট নিয়েছেন৷ ইকোনমি ৩.০৮৷
তানজিম হাসান সাকিব
জন্ম: ২০ অক্টোবর, ২০০২৷ মিডিয়াম পেসার ও ডানহাতি ব্যাটসম্যান৷ দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে দুটি উইকেট পেয়েছেন৷
তানজিদ হাসান তামিম
জন্ম: ১ ডিসেম্বর, ২০০০৷ বাহাতি ব্যাটসম্যান৷ পাঁচ ওডিআই খেলে রান করেছেন ৩৪৷