অশান্ত বিশ্ববিদ্যালয়
১৬ জুলাই ২০১২বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম ও উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের অপসারণের দাবিতে শিক্ষক-ছাত্র এবং কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন বুধবার থেকে৷ আজ থেকে তারা এর সঙ্গে ২ ঘণ্টা করে প্রতীকি অনশন কর্মসূচি পালন শুরু করছেন৷ অনিয়ম, দুর্নীতি এবং স্বজন প্রীতির অভিযোগে তাদের এই আন্দোলন৷ এই অবস্থায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ দুপুরে বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠক শেষে তিনি বলেন, পুরো বিষয়টি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে জানান হবে৷ তাঁরাই সিদ্ধান্ত নেবেন৷
তবে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণ ছাড়া এই সমস্যার সমাধান হবেনা৷ আর উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান পদত্যাগ না করার ব্যাপারে এখনো অনড় রয়েছেন৷ উপাচার্য বলেন, রাষ্ট্রপতি চাইলে সহসাই এই সমস্যার সমাধান হবে৷
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চলছে অচলাবস্থা৷ একমাস আগে শিক্ষকদের আন্দোলনের মুখে উপাচার্য পদত্যাগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়৷ তিনি ২০শে জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করায় তার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও ধর্মঘটসহ আন্দোলনে নেমেছেন শিক্ষকদের একাংশ৷ তাদের দাবি, সিনেট, সিন্ডিকেট ও ছাত্র সংসদের নির্বাচন একই সঙ্গে হতে হবে৷ তবে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০ শে জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছেন৷
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার রাতে শাসক দলের ছাত্র সংগঠনের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সমাজ বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র সোহেল রানা৷ আজ সকালে তাকে ঢাকায় নিয়ে আসার পর দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে৷ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন