চলচ্চিত্র শিল্প
৯ ফেব্রুয়ারি ২০১২বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব বার্লিনালে'তে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ কতটা আশানুরূপ এমন প্রশ্নের উত্তরে মান্যবর রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, ‘‘আমরা সম্প্রতি এ উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ খুব একটা দেখিনি৷ আমি বার্লিনে আসার পর ২০১১ সালে আমার সুযোগ হয়েছিল বার্লিন চলচ্চিত্র উৎসবের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার এবং ছবি দেখার৷ সেখানে বাংলাদেশের কোন অংশগ্রহণ না দেখে আমি কিছুটা হতাশ হয়েছিলাম৷ এরপরই আমরা উদ্যোগ গ্রহণ করি বাংলাদেশ থেকে ভালো মানের ছবি এখানে প্রদর্শনীর ব্যবস্থা করার জন্য৷ আমরা যোগাযোগ শুরু করেছিলাম৷ কিন্তু এরই মধ্যে হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মারা যান প্রথিতযশা ছবি নির্মাতা তারেক মাসুদ৷ ফলে তাঁকে এবং তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদকে বার্লিনালেতে নিয়ে আসার যে প্রচেষ্টা আমাদের ছিল তা থেমে যায়৷ আমাদের আরো ইচ্ছা ছিল যে, তাঁদের তৈরি নতুন কোন একটি ছবি এই উৎসবে দেখাবো৷ কিন্তু তারেক মাসুদকে হারানোর ফলে সেটা আর সম্ভব হলো না৷ তবে কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম এবং মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি ছবি ‘১৯৭১' এর মহরত অনুষ্ঠানে ছিলাম৷ সেসময় ছবিটির পরিচালক তানভীর মোকাম্মেলের সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে৷ আগামী বছর অর্থাৎ ২০১৩ সালে তাঁর নতুন একটি ছবি নিয়ে বার্লিন উৎসবে তিনি অংশগ্রহণে রাজি হয়েছেন৷ পাশাপাশি আমি নাসির উদ্দীন ইউসুফকেও এ ব্যাপারে অনুপ্রাণিত করেছি৷ তিনি জানিয়েছেন যে, আগে বার্লিন উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ ছিল এবং আগামীতেও তিনি আবারও বার্লিন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন৷''
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন খাতে মান উন্নয়নের জন্য জার্মানি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷ বাংলাদেশের চলচ্চিত্র জগতেও আরো ভালো কাজ এবং ভালো মানের ছবি তৈরির জন্য জার্মানির পক্ষ থেকে প্রশিক্ষণ ও সহযোগিতার উদ্যোগ ও সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মসুদ মান্নান৷
সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক