বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে স্টোকসের আপত্তিকর আচরণ
১৭ অক্টোবর ২০১৬দ্বিতীয় ওয়ানডে শেষে বিজয়ী বাংলাদেশ দল যখন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছাড়ছে, তখনও উগ্র আচরণ করেছিলেন স্টোকস৷ দু দলের খেলোয়াড়দের হাত মেলানোর পর্বে তিনি ছুটে এসে উদ্ধতভাবে আঙুল রেখেছিলেন তামিম ইকবালের বুকে৷ তাঁর কথা বলার ভঙ্গিও ছিল আক্রমণাত্মক, আপত্তিকর৷ ঘটনার সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার আউট হওয়ার পর৷ তাসকিনের বলে আউট হওয়ার পর পর উদযাপনে বাড়াবাড়ি করার অভিযোগে মাঠেই মাহমুদুল্লাহর সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন তিনি৷ সেই ঘটনার রেশ টেনে টুইটারে সোচ্চার হয়েছিলেন স্টোকস, তামিমের সঙ্গে হাত না মিলিয়ে প্রকাশ্যে আপত্তিকর আচরণ করতেও সেদিন স্টোকসের বাধেনি৷ চট্টগ্রামে আবার অখেলোয়াড়সুলভ আচরণ করতে দেখা গেল সেই স্টোকসকে৷
দৃশ্যটি ধরা পড়ে একাত্তর টিভির ক্যামেরায়৷ সেখানে দেখা যায়, বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করা আব্দুল মজিদ মাঠ থেকে বেরিয়ে আসার আগে হাত বাড়িয়েছিলেন স্টোকসের দিকে, কিন্তু ইংল্যান্ডের অলরাউন্ডার হ্যান্ডশেক করেননি, সৌজন্যবোধ, খেলোয়াড়সুলভ আচরণ- সবকিছুকে অগ্রাহ্য করে সরিয়ে নিয়েছেন হাত৷ ম্যাচ শেষে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান আব্দুল মজিদ জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ের এক ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ পেয়ে তিনি অবাক এবং হতাশ৷
এসিবি/জেডএইচ
আব্দুল মজিদের সঙ্গে হাত মেলাননি বেন স্টোকস৷ এমন আচরণের প্রতিক্রিয়ায় কিছু বলতে চান? প্রিয় পাঠক, আপনার বক্তব্য লিখুন নীচের ঘরে৷