বাংলাদেশে তাপদাহ সতর্কতা আরো তিনদিন
২২ এপ্রিল ২০২৪দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে অতি তীব্র ধরনের তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর৷ আজ পরবর্তী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে৷ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে৷ অন্যদিকে রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছে৷ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ রয়েছে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য জেলা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে৷
আগামীকাল সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷ তবে তাপপ্রবাহ পরিস্থিতি বুধবার পর্যন্ত কোনো পরিবর্তন হবে না৷ সেই সঙ্গে আগামী পাঁচদিনও আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা৷
এদিকে গতকাল বাংলাদেশ সর্বোচ্চ চুয়াডাঙ্গাতে ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস৷ এছাড়া ইশ্বরদীতে ৪২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ২০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস৷
এফএস/কেএম