ট্রেড ইউনিয়ন নেতাদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ
২১ এপ্রিল ২০১৭বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো ট্রেড ইউনিয়নের সঙ্গে শিল্পের সম্পর্ক উন্নয়ন এবং আগামীর দক্ষ নেতৃত্ব গড়ে তোলা৷ আর এ কারণেই দ্বিতীয় টায়ার অর্থাৎ মধ্যম সারির ট্রেড ইউনিয়ন নেতাদের প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে৷ প্রশিক্ষণে ১৭ জন ট্রেড ইউনিয়ন নেতা অংশ নিচ্ছেন, যাদের অধিকাংশই তৈরি পোশাক কারখানার শ্রমিক নেতা৷
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ‘‘এই উদ্যোগ পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের সম্পর্কের উন্নয় ঘটাবে৷''
প্রশিক্ষণে আন্তর্জাতিক শ্রম আইন, শ্রমিক অধিকার, বিশ্বায়ন, শ্রমনীতি, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক বিক্রয় চেইননহ আরো কয়েকটি বিষয়কে অন্তর্ভূক্ত করা হয়েছে৷
এফইএস-এর ভাইস চেয়ারম্যান মিশায়েল জমার বলেন, ‘‘বিপর্যয়ের পর বাংলাদেশে শ্রমিক অধিকার ও নিরাপত্তার বিষয়ে অনেক এগিয়েছে৷ কিন্তু আরো অনেক পথ পাড়ি দিতে হবে৷'' তিনি আরো বলেন, ‘‘প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারের দিকে খেয়াল রেখে বাংলাদেশের শ্রম আইন সংশোধন করে আরো যুগোপযোগী করা প্রয়োজন৷''
প্রশিক্ষণে অংশ নেওয়া শ্রমিক নেতা নাহিদুল হাসান নয়ন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে৷ তিন মাসের এই প্রশিক্ষণের বিষয় হলো- হিস্ট্রি অব লেবার মুভমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড লেবার পলিসি, ইকনমিকস অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, গ্লোবালাইজেশন অব ট্রেড, ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, গ্লোবাল সাপ্লাই চেইন অ্যান্ড ওয়ার্কার্স রাইট, জেন্ডার অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক, হেলথ অ্যান্ড সেফটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্কিল৷''
তিনি বলেন, ‘‘এর বাইরে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্যও প্রতিদিন এক ঘণ্টার একটি ক্লাস আছে৷''
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ডয়চে ভেলেকে বলেন‘‘, এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো বাংলাদেশে তৈরি পোশাকসহ শিল্প খাতে ট্রেড ইউনিয়নের যোগ্য নেতৃত্ব গড়ে তোলা৷ যাতে এখনো প্রকৃত অর্থেই ট্রেড ইউনয়ন কার্যকর হতে পারে৷ এ জন্য প্রশিক্ষণে ট্রেড ইউনিয়নের সেকেন্ড টায়ারের নতৃত্বকে বেছে নেয়া হয়েছে৷ এই প্রশিক্ষণ ট্রেড ইউনিয়নের সুস্থ বিকাশে ভূমিকা রাখবে৷''
২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে এগারোশ'রও বেশি পোশাক শ্রমিক নিহত হন৷ রানা প্লাজার ভবন ধ্বসের সেই দিনের ঠিক আগে এ ধরনের প্রশিক্ষণ শুরু বিশেষ তাৎপর্য বহন করে৷ মিশায়েল জমার বলেন, ‘‘এই প্রশিক্ষণ মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে৷''