বাংলাদেশে অনলাইনে কেনাকাটা
২৯ ডিসেম্বর ২০১৩বাংলাদেশে অনলাইনভিত্তিক কেনাকাটা সহজ নয় – এমন একটা ধারণা আছে অনেকের মাঝে৷ বিশেষ করে অনলাইনে পণ্য কেনার পর বিল পরিশোধ করাটা এতকাল জটিলই ছিল মনে করা হতো৷ কিন্তু রকমারি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সোহাগ জানালেন ভিন্ন কথা৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘বাংলাদেশে আমাদের নীতি হচ্ছে ‘ক্যাশ অন ডেলিভারি৷' সম্প্রতি আমরা কার্ডও চালু করেছি৷ তবে ‘ক্যাশ অন ডেলিভারি' প্রক্রিয়াটি সবচেয়ে সোজা৷ কারণ এক্ষেত্রে একজন মানুষ পণ্য হাতে পেয়ে এবং গুণাগুণ যাচাই করে টাকা দিচ্ছে৷''
সোহাগ মনে করেন, ‘‘ইউরোপ, অ্যামেরিকায় একজন মানুষ অনলাইন কেনাকাটায় যত সুবিধা পাচ্ছে, তারচেয়ে বেশি সুবিধা বাংলাদেশের মানুষ পাচ্ছে৷ আর কার্ডের মাধ্যমে পে করার ব্যাপারটিও এখন অনেক সহজ হয়ে গেছে৷''
রকমারি ডটকমে এই মুহূর্তে শুধু বই বিক্রি হচ্ছে৷ ফলে প্রশ্ন জাগে, শুধু বই বিক্রি করা একটা ওয়েবসাইটের নাম রকমারি হওয়াটা কতটা মানানসই? সোহাগ স্বীকার করেন, নামটা হয়ত এই মুহূর্তে ব্যাপক অর্থ বহন করছে না৷ তবে রকমারি ডটকমে এখন রকমারি বই পাওয়া যাচ্ছে৷ আর জানুয়ারি মাস থেকে পাওয়া যাবে রকমারি পণ্যও৷ অনেকটা অ্যামাজন ডটকমের আদলে শুরুটা করেছেন সোহাগরা৷ প্রথমে বই বিক্রি, তারপর অন্যান্য পণ্য৷
শুধু বাংলাদেশ নয়, বিদেশে বসবাসরত বাঙালিরাও কেনাকাটা করতে পারবেন রকমারি ডটকমে৷ সোহাগের স্বপ্নও বড়৷ তিনি চান, বাংলাদেশের বাইরেও তাঁর ওয়েবসাইটটি জনপ্রিয় করতে৷ যাতে গোটা বিশ্বে বসবাসরত বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি বিদেশিরাও তাঁর সাইটের সুফল নিতে পারে৷
অনলাইন কেনাকাটা নিয়ে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতিতে সন্তুষ্ট রকমারি ডটকমের নির্বাহী কর্মকর্তা৷ তাঁর আশা, অনলাইন কেনাকাটা বা ই-কমার্সের ধারাকে বাংলাদেশে আরো জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে সরকার৷ কেননা, সাধারণ মানুষের মধ্যে অনলাইনে কেনাকাটার ধারণাটা এখনো পরিষ্কার নয়৷ তাই এক্ষেত্রে সরকারের কাজ করার সুযোগ রয়েছে৷ আর রাজনৈতিক সংকট দূর হলে ব্যবসা-বাণিজ্যও ভালো হবে, মনে করেন সোহাগ৷
সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক