1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'বাংলাদেশিরা সংঘাত পছন্দ করে না'

Roshni Chakraborty৪ আগস্ট ২০২৩

আনু মুহাম্মদের কথায়, বাংলাদেশের মানুষ সংঘাত পছন্দ করে না৷ আগামী কয়েক মাসের মধ্যে তো একটা সিদ্ধান্তে আসতে হবে বা সমাধানে আসতে হবে৷ এখন যদি কোন সমাধান না হয় তাহলে অস্থিরতার মধ্যে তো নানা ধরনের ঘটনা ঘটতেই পারে৷ তবে বলা মুশকিল কোন ধরনের সহিংসতা হবে৷ দ্রব্যমূল্যসহ নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে এটাও একটা৷ এই পরিস্থিতি মানুষের সামাজিক জীবনকে হুমকির মধ্যে ফেলছে৷

https://p.dw.com/p/4UmGl