1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশিদের অবৈধভাবে তুরস্কে পাঠিয়েছে গ্রিস

১৪ নভেম্বর ২০১৯

বাংলাদেশিসহ প্রায় ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে গ্রিস অবৈধভাবে তুরস্কে পাঠিয়ে দিয়েছে বলে দাবি করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ গ্রিস এই অভিযোগ অস্বীকার করেছে৷

https://p.dw.com/p/3T2fJ
ছবি: picture-alliance/dpa/A. Tzortzinis

জার্মান ম্যাগাজিন স্পিগেল বুধবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে৷

তুরস্কের অভিযোগ, গ্রিস অভিবাসনপ্রত্যাশীদের আবেদন ঠিকভাবে যাচাই করেনি৷

ইউরোপীয় ও আন্তর্জাতিক আইন বলছে, অভিবাসীরা কোনো দেশে গেলে তাদের অন্যদেশে না পাঠিয়ে তাদের আশ্রয় আবেদন যাচাই করতে হবে৷

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি বলছে, ২০১৮ সালের ১ নভেম্বরের আগ পর্যন্ত এক বছরে ৫৮ হাজার ২৮৩ জন অভিবাসনপ্রত্যাশীকে তুরস্কে পাঠিয়েছে গ্রিস৷ এদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা সবচেয়ে বেশি৷ তবে বাংলাদেশ, সোমালিয়া এবং আলজেরিয়ারও অনেক মানুষ রয়েছেন৷ সিরিয়ার আছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ৷

তুরস্কের কর্মকর্তারা বলছেন, গ্রিস থেকে পাঠানো ব্যক্তিদের বেশিরভাগকে যার যার দেশে ফেরত পাঠানো হয়েছে৷ আর সিরীয়দের তুরস্কের একটি শহরে পাঠানো হয়েছে, যেখানে তারা শরণার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন৷

গ্রিসের প্রধানমন্ত্রী কেরিয়াকস মিতসোতাকিস তুরস্কের অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলছেন, ‘‘যারা শরণার্থী সংকটকে ব্যবহার করেছে তাদের গ্রিস সম্পর্কে বলার সময় সাবধান থাকা উচিত৷''

তবে গ্রিস অনেক বছর ধরেই এভাবে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠিয়ে থাকে বলে স্পিগেলের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে৷

ইলিয়ট ডুগলাস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য