1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশি শ্রমিকদের জীবন রক্ষার চেষ্টা করছে সরকার’

১৩ অক্টোবর ২০১১

আরো পাঁচ বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের আদেশ দিয়েছে সৌদি আরবের একটি আদালত৷ এদিকে এর আগে সেখানে আট জন বাংলাদেশিকে শিরশ্ছেদের ঘটনায় বাংলাদেশ সরকারকে কারণ দর্শাতে আদেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট৷

https://p.dw.com/p/12qqs
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
বাংলাদেশ হাইকোর্টছবি: DW/Harun Ur Rashid Swapan

এক মিশরীয় নাগরিককে হত্যার অভিযোগে গত শুক্রবার সৌদি আরবে বাংলাদেশের মোট আট জন নাগরিককে প্রকাশ্যে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ এক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের প্রাণ বাঁচাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করেনি - এহেন অভিযোগ তুলে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ৷ আদালত সেখানে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা এবং ঐ আট জনের জীবন রক্ষায় সরকার কি ব্যবস্থা নিয়েছে, তা জানতে রুল জারি করে৷ চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে বলেও জানায় আদালত৷ যা সাংবাদিকদের জানান অ্যাডভোকেট মনজিল মোরশেদ৷

তবে ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন জানান, সরকারের পক্ষ থেকে তাদের জীবন রক্ষার চেষ্টা করা হয়েছে৷ কিন্তু সৌদি আইনে নিহতের পরিবার ক্ষমা না করলে, আর কেউ ক্ষমা করতে পারেনা৷ আর এক্ষেত্রে কোনো পরিবারই কোনোভাবে ক্ষমা করতে রাজি হয়নি৷

সচিবালয়ে একই ধরনের কথা বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন৷ তিনি বলেন, সৌদি আরবের আইন হল জীবনের বদলে জীবন৷ তিনি জানান, সৌদি আরবের শরিয়াহ আদালত আরো পাঁচ জন বাংলাদেশিকে শিরশ্ছেদের আদেশ দিয়েছে৷ তাই ঐ পাঁচ জনের জীবন রক্ষার চেষ্টাও করছে সরকার৷

উল্লেখ্য, বাংলাদেশের শ্রম শক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব৷ সেখানে ২০ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য