1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্ধনগ্ন ছবি নিয়ে তোলপাড়

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ মার্চ ২০১৪

মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামেরিকান অ্যাপারেল-এর ‘মেড ইন বাংলাদেশ’ বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে৷ বিজ্ঞাপনে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীর টপলেস ছবি ব্যবহার করা হয়েছে৷

https://p.dw.com/p/1BM9R
Symbolbild Menschenhandel Zwangsprostitution häusliche Gewalt
সেলিনা হোসেন মনে করেন, এভাবে নারীর অবমাননা করা হয়েছে (প্রতীকী ছবি)ছবি: Fotolia/Artem Furman

অ্যামেরিকান অ্যাপারেল-এর আলোচিত বিজ্ঞাপনটি জিনস-এর জন্য৷ কিন্তু সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত যে নারী মডেলকে ব্যবাহার করা হয়েছে, তাঁর শরীরের ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক নেই৷ অনাবৃত বুকের উপরে শুধু লেখা ‘মেড ইন বাংলাদেশ'৷ এই মডেল অ্যামেরিকান অ্যাপারেলেই কাজ করেন৷

American Apparel Store Seattle USA
ছবি: picture-alliance/dpa

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়েছে৷ সেখানে এই বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্ক চলছে৷ আর বাংলাদেশেও তা সমালোচনার মুখে পড়েছে৷ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম রনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই বিজ্ঞাপনে নারীর অবমাননা করা হয়েছে৷ শুধু তাই নয়, বাংলাদেশের পোশাক শিল্পকেও অবমাননা করা হয়েছে৷ ব্যবসা করার জন্য এভাবে নারীর অবমাননা মেনে নেয়া যায়না৷''

তিনি বলেন, ‘‘বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের ৮০ ভাগই নারী৷ এটা তাদেরও অবমাননা৷ এই নারীরা মাথার ঘাম পায়ে ফেলে পোশাক তৈরি করেন৷ নিজেদের পরিবার এবং বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন৷ তাঁরা সংগ্রামী নারী৷ তারা কোনো পণ্য নয়৷ নারীদের যারা পণ্য হিসেবে উপস্থাপন করছে তাদের সবার ধিক্কার জানানো উচিত৷'' তিনি এই বিজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান৷

এদিকে কথা সাহিত্যিক এবং নারী নেত্রী সেলিনা হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘টপলেস মডেলের শরীরে ‘মেড ইন বাংলাদেশ' লিখে বাংলাদেশেরও অবমাননা করা হয়েছে৷ বাংলাদেশের সংস্কৃতি এবং জীবন বোধের সঙ্গে এর কোন মিল নেই৷ বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘অ্যামেরিকান অ্যাপারেল তাদের ব্যবসার স্বার্থে বাংলাদেশি বংশোদ্ভূত নারী এবং বাংলাদেশকে হেয় করেছে৷ এটা কোনভাবেই মেনে নেয়া যায় না৷ শুধু তাই নয় তারা নারীর অবমাননা করেছে৷ বিশ্ব নারী দিবসের সময়ে এই ধরনের বিজ্ঞাপন প্রমাণ করে তারা নারীদের পণ্যই মনে করে৷''

প্রসঙ্গত, অ্যামেরিকান অ্যাপারেলের পোশাক যুক্তরাষ্ট্রেই তৈরি হয়৷ অথচ মডেলের বুকে লেখা হয়েছে ‘মেড ইন বাংলাদেশ৷'

এই বিকৃত বিজ্ঞাপন প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন সেলিনা হোসেন৷ তিনি বলেন, ‘‘অ্যামেরিকান অ্যাপারেল তার মত করে বাংলাদেশকে চিত্রিত করতে পারে না৷ এটা তাদের সংস্কৃতি হতে পারে৷ বাংলাদেশের নয়, নয় বাংলাদেশের নারীর৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য