1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে ঘিরে জার্মান মন্ত্রীর আশা

সঞ্জীব বর্মন৮ অক্টোবর ২০১৫

জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী ড. গ্যার্ড ম্যুলার সম্প্রতি বাংলাদেশ সফর শেষ করলেন৷ তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কল্যাণে গঠিত ‘টেক্সটাইল পার্টনারশিপ' জোটের এক বছর পর তিনি বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আশাবাদী৷

https://p.dw.com/p/1GkwL
Bangladesch Dhaka Textilfabrik Frauen Arbeiter
ছবি: Getty Images/AFP/M. Zaman

রানা প্লাজা বিপর্যয়ের প্রায় দু'বছর পর শ্রমিকদের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করেন জার্মান মন্ত্রী৷ তাঁরই উদ্যোগে প্রায় এক বছর আগে শুরু হয়েছিল ‘টেক্সটাইল পার্টনারশিপ' জোট৷ বিচ্ছিন্ন প্রয়াস নয়, তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত সব পক্ষকে সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদি এক উদ্যোগই এই জোটের উদ্দেশ্য৷ একদিকে কারখানার মালিক থেকে শুরু করে জার্মানির দামি ব্র্যান্ড, অন্যদিকে শ্রমিকদের প্রতিনিধি, দুই দেশের সরকার সহ অনেকেই এই জোটের আওতায় সক্রিয় রয়েছেন৷ এরই মধ্যে হাতেনাতে কিছু ফল পাওয়া যাচ্ছে৷

ড. ম্যুলার ও তাঁর প্রতিনিধিদল দুই দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডিবিএল গ্রুপের কর্মকর্তা সহ অনেকের সঙ্গে আলোচনা করেন এবং স্বয়ং শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন৷ বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রে অগ্রগতি খতিয়ে দেখে তিনি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী৷ জার্মানির ক্রেতা কোম্পানি ও ক্রেতা হিসেবে সাধারণ মানুষের দায়িত্বের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান