বাংলাদেশ-ভারত
৩০ আগস্ট ২০১২এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, কূটনৈতিক দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের জন্য ন্যাম সম্মেলনটা বেশ গুরুত্বপূর্ণ৷ কেননা বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের সদস্য এবং বিশ্ব রাজনীতিতে এই উন্নয়নশীল বিশ্ব যে সংগঠনের মাধ্যমে তাদের মতামত তুলে ধরে তার মধ্যে ন্যাম অন্যতম৷
এছাড়া সম্মেলনের ফাঁকে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার সুযোগ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ যেমন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ প্রতিবেশী এই দুই নেতার মধ্যে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে৷
অধ্যাপক হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে যে গতিশীলতা এসেছিল হঠাৎ করেই সেটা ধীর হয়ে গেছে৷ এই বৈঠকের মাধ্যমে সম্পর্কটা একটু ঝালিয়ে নেয়া যাবে৷
তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে একটা বিশেষ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশের পক্ষ থেকে যতটা ছাড় দেয়া হয়েছে ভারত ততটা করেনি৷ ফলে সম্পর্কে স্থবিরতা এসেছে৷
অধ্যাপক হোসেন বলেন, ট্রানজিট প্রসঙ্গে অতীতে দুই দেশের আর্থিক লাভের যেসব কথাবার্তা শোনা যাচ্ছিল এখন সেখানেও ভারত অনেকটা রক্ষণশীল মনোভাব দেখাচ্ছে৷
সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন