1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসিলায় র‌্যাবের জঙ্গি অভিযানে একজন আটক

৯ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় 'জঙ্গি আস্তানা' সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালায় র‌্যাব৷ অভিযানে একজনকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/406Gg
ফাইল ছবিছবি: bdnews24.com/A. Al Momin

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-২ এর একটি দল বসিলার ওই বাড়িটি ঘিরে ফেলার কথা ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান৷

তিনি বলেন, ‘‘ওই ভবন থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, উগ্র মতবাদের বই এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে৷''

অবশ্য আটক ব্যক্তির পরিচয় বা তিনি কোন সংগঠনের সঙ্গে জড়িত সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি র‌্যাব৷ এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য দেবেন গণমাধ্যমের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন আ ন ম ইমরান খান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য