বিপর্যস্ত হবে রোহিঙ্গাদের জীবন
২৯ জানুয়ারি ২০১৮গতবছরের আগস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে৷ তাই এ মুহূর্তে সব মিলিয়ে নয় লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে চট্টগ্রামের কক্সবাজার এলাকায়৷ জাতিসংঘের প্রতিবেদন বলছে, এর মধ্যে বেশ বড় একটা অংশ আগামী বর্ষায় ভয়ংকর বিপদে পড়তে পারেন৷ প্রতিবেদনে বলা হয়, ‘‘ভূমিধস এবং বন্যায় আগামী বর্ষায় অন্তত এক লক্ষ মানুষ ভয়ানক বিপদে পড়তে পারে৷'' এমন বিপদ আসার আগে তাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া উচিত বলেও প্রতিবেদনে বলা হয়৷
মূল দুশ্চিন্তার কারণ, আশ্রয় শিবিরের সার্বিক পরিস্থিতি৷ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ‘‘(শিবিরের) বড় একটা অংশই বসবাসের অযোগ্য৷'' বর্ষা এলে ভূমিধস এবং বন্যা হতে পারে – এ কথা মনে করিয়ে দিয়ে প্রতিবেদনে তাই অতিবর্ষণের সময়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঝুঁকি অনেক বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়৷
তবে একটি আশার কথাও রয়েছে জাতিসংঘের প্রতিবেদনে৷ সেখানে জানানো হয়েছে, ‘‘ঝুঁকি এড়াতে মানবিক অংশীদাররা সীমিত পর্যায়ে এখন প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে৷'' আশার কথার ফাঁকেই অবশ্য রয়ে গেছে আশঙ্কাও আর তা হলো – প্রয়োজনের তুলনায় উদ্যোগটা খুব অপ্রতুল৷
এসিবি/ডিজি (এএফপি, এপি)